ক্রিকেট স্কটল্যান্ড

ক্রিকেট স্কটল্যান্ড
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রস্কটল্যান্ডে ক্রিকেট
সংক্ষেপেCS (সিএস)
প্রতিষ্ঠাকাল১৯০৮; ১১৬ বছর আগে (1908)
অধিভুক্তআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
অধিভুক্তের তারিখ১৯৯৪; ৩০ বছর আগে (1994)
আঞ্চলিক অধিভুক্তিইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
অধিভুক্তের তারিখ১৯৯৭; ২৭ বছর আগে (1997)
সদর দফতরএডিনবরা
অবস্থানস্কটল্যান্ড
চেয়ারম্যানঅঞ্জন লুথরা
মুখ্য নির্বাহীগর্ডন আর্থার
পুরুষদের প্রশিক্ষকখালি
মহিলাদের প্রশিক্ষকপিটার রস
পৃষ্ঠপোষকপার্কমিড গ্রুপ
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.cricketscotland.com
স্কটল্যান্ড

ক্রিকেট স্কটল্যান্ড হল স্কটল্যান্ড দেশে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পূর্বে এটি স্কটিশ ক্রিকেট ইউনিয়ন নামে পরিচিত ছিল। এটির মূল ভিত্তি হল এডিনবরার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।

স্কটিশ ক্রিকেট ইউনিয়ন ১৯০৮ সালে গঠিত হয়েছিল, কিন্তু নাম পরিবর্তন সহ ২০০১-এ একটি বড় পুনর্গঠন করা হয়েছিল। এটি একটি সহযোগী দেশ হিসাবে ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সদস্য হয়। এর তিনটি সাব-অ্যাসোসিয়েশন রয়েছে: ইস্ট অফ স্কটল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট ইউনিয়ন এবং অ্যাবারডিনশায়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন। ব্রায়ান অ্যাডেয়ার প্রেসিডেন্ট (১৯৮৩) এবং চেয়ারম্যান (১৯৮৬) হিসেবে দায়িত্ব পালন করেন।[] বর্ণবিদ্বেষের অভিযোগে সমগ্র বোর্ড ২৪ জুলাই ২০২২-এ পদত্যাগ করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

হল অব ফেম

[সম্পাদনা]

নভেম্বর ২০১১-এ, ক্রিকেট স্কটল্যান্ড হল অব ফেম প্রকাশ করে।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Heatly, Gary (২ নভেম্বর ২০২১)। "Watsonians pay tribute after Adair dies at 86"The Scotsman। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১PressReader-এর মাধ্যমে। 
  2. "Cricket Scotland board resigns over racism report"। BBC। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২ 
  3. "Scottish cricket launches Hall of Fame"ESPNcricinfo 
  4. "404 – Cricket Scotland"। ২৭ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৩ 
  5. "About Hall of Fame – Cricket Scotland"। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৩ 

টেমপ্লেট:আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য