ক্রিস-ক্রস এ্যালগোরিদম সবচেয়ে জটিল আবস্তায় ক্লি-মিন্টি ঘনকের ৮টি কোণেই প্রতিটিই পরিভ্রমণ করে। এটি গড়ে ৩টি আতিরিক্ত কোণে যায়। এখানে ক্লি-মিন্টি ঘনকের একটি কৌণিক দৃশ্য দেখানো হলো।
ক্রিস-ক্রস এ্যালগোরিদম গাণিতিক সমস্যা সমাধানের জন্য লিনিয়ার প্রোগ্রামিং-এ ব্যবহৃত্ একটি পদ্ধতি।
ক্রিস-ক্রস এ্যালগোরিদম টামাস টার্লাকি[১] এবং ঝি-মিন[২] কর্তৃক পৃথকভাবে প্রকাশিত হয়; তবে এই এ্যালগোরিদিমটি অন্যান্য আরো কয়েকজন গবেষকের অপ্রকাশিত প্রতিবেদনেও উল্লেখ ছিলো।[৩]
Fukuda, Komei; Terlaky, Tamás (১৯৯৭)। Liebling, Thomas M.; de Werra, Dominique, সম্পাদকগণ। "Criss-cross methods: A fresh view on pivot algorithms"। Mathematical Programming: Series B। Amsterdam: North-Holland Publishing Co.। 79 (Papers from the 16th International Symposium on Mathematical Programming held in Lausanne, 1997, number 1–3): 369–395। এমআর1464775। ডিওআই:10.1007/BF02614325। Postscript preprint।
Wang, Zhe Min (১৯৮৭)। "A finite conformal-elimination free algorithm over oriented matroid programming"। Chinese Annals of Mathematics (Shuxue Niankan B Ji)। Series B। 8 (1): 120–125। আইএসএসএন0252-9599। এমআর0886756।