ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | ক্লিমাভিচি, মোগিলেভ অঞ্চল, বেলারুশ | ১৯ নভেম্বর ১৯৯৬||||||||||||||||||||||||||
উচ্চতা | ১৬৮ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||||||||||||||||||||||||||
ওজন | ৬১.৫ কেজি | ||||||||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||||||||
ক্রীড়া | অ্যাথলেটিকস | ||||||||||||||||||||||||||
বিভাগ | ১০০ মিটার, ২০০ মিটার | ||||||||||||||||||||||||||
ক্লাব | বিএফএসটি ডায়নামো | ||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
ক্রিস্টসিনা সিয়ারহেয়েউনা সিমানোস্কায়া[ক] (বেলারুশীয়: Крысціна Сяргееўна Ціманоўская, Łacinka: Kryscina Siarhiejeŭna Cimanoŭskaja, উচ্চারিত [t͡simanˈɔwskaja]; জন্ম ১৯ নভেম্বর ১৯৯৬) একজন বেলারুশীয় স্প্রিন্টার।[১] তিনি পোল্যান্ডের বিডগসজে ২০১৭ ইউরোপীয় অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে রৌপ্য, ইতালীর নেপলসে ২০১৯ সামার ইউনিভার্সিয়েডের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ এবং বেলারুশের মিনস্কে অনুষ্ঠিত ২০১৯ ইউরোপীয় গেমসে দলীয় ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেছেন।[২]
সিমানোস্কায়া ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে নারীদের ১০০ মিটার ও ২০০ মিটার ইভেন্টে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হন। ২০২১ সালের ১লা আগস্ট তাকে তার ইচ্ছার বিরুদ্ধে টোকিওর হানিডা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বেলারুশগামী বিমানে উঠতে অস্বীকৃতি জানান। পরে তাকে পুলিশি সুরক্ষা দেওয়া হয় এবং পোল্যান্ড তাকে মানবিক ভিসা প্রদান করে। এরপর তিনি ২০২১ সালের ৪ঠা আগস্ট পোল্যান্ড গমন করেন।
ক্রিস্টসিনা সিমানোস্কায়া পূর্ব বেলারুশের শহর ক্লিমাভিচিতে জন্মগ্রহণ করেন।[৩] ১৫ বছর বয়সে একজন অলিম্পিক প্রশিক্ষক তাকে তার একাডেমীতে যোগদানের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। তার পিতামাতা প্রাথমিকভাবে তিনি পেশাদার অ্যাথলেট হতে পারবেন না ভেবে চিন্তিত হলেও পরে সিমানোস্কায়া ও তার দাদী তাদের বোঝাতে সক্ষম হন।[৩]
বছর | প্রতিযোগিতা | ঘটনাস্থল | স্থান | ঘটনা | নোট |
---|---|---|---|---|---|
বেলারুশ-এর প্রতিনিধিত্বকারী | |||||
২০১৫ | ইউরোপিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ | এস্কিলস্টুনা, সুইডেন | ৬ | ১০০ মিটার | ১১.৮৫ |
১৭ h | ২০০ মিটার | ২৪.৫১ | |||
২০১৭ | ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশীপ | বেলগ্রেড, সার্বিয়া | ১২ sf | ২০১৭ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স – নারীদের ৬০ মিটার | ৭.৩৯ |
ইউরোপীয় অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ | বিডগসজ্, পোল্যান্ড | ২ | ২০১৭ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ – নারীদের ১০০ মিটার | ১১.৫৪ | |
৪ | ২০১৭ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ – নারীদের ২০০ মিটার | ২৩.৩২ | |||
২০১৮ | ২০১৮ আইএএএফ ওয়াড়ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ | বার্মিংহাম, যুক্তরাজ্য | ৩১ h | ২০১৮ আইএএএফ ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ – নারীদের ৬০ মিটার | ৭.৩৭ |
২০১৮ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ | বার্লিন, জার্মানি | 13 sf | ২০১৮ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ – নারীদের ১০০ মিটার | ১১.৩৪ | |
১০ sf | ২০১৮ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ – নারীদের ২০০ মিটার | ২৩.০৩ | |||
২০১৯ | ২০১৯ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ | গ্লাসগো, যুক্তরাজ্য | ৭ | ২০১৯ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ – নারীদের ৬০ মিটার | ৭.২৬ |
২০১৯ গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়েডে অ্যাথলেটিক্স | নেপলস, ইতালি | ৬ | ২০১৯ গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়েডে অ্যাথলেটিক্স – নারীদের ১০০ মিটার | ১১.৪৪ | |
১ | ২০১৯ গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়েডে অ্যাথলেটিক্স – নারীদের ২০০ মিটার | ২৩.০০ | |||
২০১৯ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ | দোহা, কাতার | 26 h | ২০১৯ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ – নারীদের ২০০ মিটার | ২৩.২২ | |
২০১৯ ইউরোপিয়ান গেমস | মিনস্ক, বেলারুশ | ২ | ২০১৯ ইউরোপিয়ান গেমস - দলগত ইভেন্ট (১০০ মিটার) | ১১.২৪ | |
২ | ১০০ মিটার | ১১.৩৬ | |||
২০২১ | ২০২১ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ | তোরান, পোল্যান্ড | – | ২০২১ ইউরোপিয়ান অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ – নারীদের ৬০ মিটার | DQ |
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক | টোকিও, জাপান | ৩৮ h | ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিম্পিকে অ্যাথলেটিক্স – নারীদের ১০০ মিটার | ১১.৪৭ | |
– | ২০০ মিটার | DNC |
২০২১ সালের ৩০ জুলাই, সিমানোস্কায়া এক ইন্সটাগ্রাম ভিডিওতে তার সম্মতি ছাড়া ৪×৪০০ মিটার রিলেতে তার নাম দেওয়ায় বেলারুশ অলিম্পিক কমিটির কর্মকর্তাদের সমালোচনা করেন।[৪][৫][৬] ২০২১ সালের ১লা আগস্ট বেলারুশের সংবাদ মাধ্যম জোরপূর্বক সিমানোস্কায়াকে তার দেশে ফেরতের প্রচেষ্টার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।[৭] সিমানোস্কায়া সাংবাদিকদের জানান তিনি বেলারুশ ফেরত যেতে ভয় পাচ্ছেন[৮] এবং তিনি অন্য দেশে আশ্রয় নিতে চান।[৯][১০] ২ আগস্ট, তাকে পোল্যান্ডে একটি মানবিক ভিসা দেওয়া হয়েছিল.[১১][১২]
যদিও পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশই তার সুরক্ষার প্রস্তাব দিয়েছিল, তবে তিনি পোল্যান্ডে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ দেশটি স্পষ্টভাবে তাকে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল;[১৩] আইওসি পোলিশ অলিম্পিক কমিটির (পিকেওআই) কর্মকর্তাদের সাথে সিমানোস্কায়া পুনরায় প্রতিযোগিতা শুরু করার বিষয়ে যোগাযোগ করেছে।[১৪] ৪ আগস্ট, তিসমানোস্কায়া ওয়ারশো চপিন বিমানবন্দরে উড়ে যান, যেখানে তার সাথে পোলিশ কর্মকর্তারা এবং বেলারুশীয় প্রবাসীরা দেখা করেছিলেন.[১৫] আইওসির সভাপতি টমাস বাখ এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই ৬ আগস্ট বিবৃতি দিয়েছিলেন যে সিমানোস্কায়া সাথে যা ঘটেছিল তা "দুঃখজনক" এবং "অন্যায়" হিসাবে বর্ণনা করেছেন।[১৬]
আউটডোর
ইনডোর
<ref>
ট্যাগ বৈধ নয়; euronews
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি