ক্রিস্টোফার আলবার্ট সিমস

ক্রিস্টোফার আলবার্ট সিমস
জন্ম (1942-10-21) ২১ অক্টোবর ১৯৪২ (বয়স ৮২)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠানপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
মিনেসোটা বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়
কাজের ক্ষেত্রব্যষ্টিক অর্থনীতি
Econometrics
Time series
শিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়, (এবি, পিএইচডি)
যাদের বিরোধীতা করেছেন"Structural" macroeconomic models
অবদানসমূহUse of vector autoregression
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১১
Information at IDEAS / RePEc

ক্রিস্টোফার আলবার্ট সিমস একজন অর্থনীতিবিদ। তিনি ২০১১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

[সম্পাদনা]

সিমস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে গণিতে ব্যাচেলর অব আর্টস এবং ১৯৬৮ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন। ১৯৬৮ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৭০ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৭৪ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯০ সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৯৯ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে যোগ দেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২০ জুলাই ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]