ক্রিস্টোফার এ. পিসারাইডস | |
---|---|
জন্ম | [১] | ২০ ফেব্রুয়ারি ১৯৪৮
জাতীয়তা | সাইপ্রিয়ট, ব্রিটিশ |
প্রতিষ্ঠান | লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ১৯৭৬– ইউনিভার্সিটি অব সাউদাম্পটন ১৯৭৪-৭৬ ইউনিভার্সিটি অব সাইপ্রাস ২০১১–[২] হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি ২০১৩–[৩] |
কাজের ক্ষেত্র | শ্রম অর্থনীতি |
শিক্ষায়তন | লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ইউনিভার্সিটি অব এসেক্স |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Michio Morishima ডেল মর্টেনসেন |
অবদানসমূহ | সামষ্টিক অর্থনৈতিক অনুসন্ধান এবং বেকারত্ব সমন্বয় তত্ত্ব সমন্বয় ফাংশন কাঠামোগত বৃদ্ধি |
পুরস্কার | IZA Prize in Labor Economics (2005) অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার |
Information at IDEAS / RePEc |
ক্রিস্টোফার এ. পিসারাইডস (ইংরেজি: Christopher Antoniou Pissarides, গ্রিক: Χριστόφορος Αντωνίου Πισσαρίδης, জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৪৮)[১] গ্রীক সাইপ্রাসে জন্মগ্রহণকারী ব্রিটিশ অর্থনীতিবিদ। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান প্রফেসর। তিনি ২০১০ সালে ডেল টমাস মর্টেনসেন ও পিটার আর্থার ডায়মন্ড এর সাথে মিলে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।[৪]
পিসারাইডস সাই্প্রাসের আগরোজ গ্রামে (একটি গ্রিক-সাইপ্রিয়ট পরিবারে) জন্মগ্রহণ করেন।[৫] তিনি একজন ইস্টার্ন অর্থডক্স খ্রিস্টান।[৬] তিনি এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতিতে বি.এ. এবং ১৯৭১ সালে এম.এ. ডিগ্রী সম্পন্ন করেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ১৯৭৩ সালে অর্থনীতিবিদ Michio Morishima এর তত্ত্বাবধানে ত্রুটিপূর্ণ তথ্য দিয়ে বাজারের স্বতন্ত্র বিহেভিয়ার শিরোনামে গবেষণার উপর পি.এইচ.ডি. অর্জন করেন।[৭]
১৯৭৬ সালে পিসারাইডস লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ অর্থনীতির প্রফেসর হিসাবে যোগ দেন।[৮] এবং সেন্টার ফর মাইক্রোইকোনমিক্স এর চেয়ারম্যান নির্বাচিত হন।