ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ক্রিস্টোফার অ্যালেন এনকুনকু[১] | ||
জন্ম | ১৪ নভেম্বর ১৯৯৭ | ||
জন্ম স্থান | লাগ্নে-সুর-মার্নে, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | [Chelsea Football Club ] | ||
জার্সি নম্বর | ২৪ | ||
যুব পর্যায় | |||
২০০৩–২০০৯ | এসি মার্রোলেস | ||
২০০৯–২০১০ | আরসিপি ফন্টানেইব্লু | ||
২০১০–২০১৫ | প্যারিস সেন্ট-জার্মেইন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | প্যারিস সেন্ট-জার্মেইন বি | ২৭ | (৫) |
২০১৫– | প্যারিস সেন্ট-জার্মেইন | ৪৬ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০১২ | ফ্রান্স অনূর্ধ্ব-১৬ | ৩ | (০) |
২০১৬ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ৩ | (০) |
২০১৬–২০১৭ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ১২ | (০) |
২০১৮– | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ক্রিস্টোফার অ্যালেন এনকুনকু (জন্ম ১৪ ডিসেম্বর ১৯৯৭) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার যিনি বর্তমানে একজন মিডফিল্ডার হিসেবে ফরাসি ফুটবল ক্লাব Chelsea Football Club চেলসি ফুটবল ক্লাব এর হয়ে খেলে থাকেন।
এনকানকু, ২০১৫ সালের ৮ই ডিসেম্বর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর খেলায় ইউক্রেনীয় ফুটবল ক্লাব সাকতার ডোনেনক-এর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে পেশাদারী ফুটবলে অভিষিক্ত হন, ঘরের মাঠে হওয়া খেলাটিতে তিনি ৮৭তম মিনিটে তার তার দলের আরেক খেলোয়াড় লুকাস মাওরা-এর বদলে মাঠে নামেন, খেলাটিতে তারা ২-০ গোলে জয় পায়।[৩]
২০১৭ সালের ৭ই জানুয়ারী, কোপা দ্য ফ্রান্স-এর খেলায় ফরাসি ফুটবল ক্লাব বাস্টিয়া-এর বিপক্ষে তিনি তার প্রথম পেশাদার গোলটি করেন, ঘরের মাঠে হওয়া খেলাটিতে ৭-০ গোলে জয় পায়।
এনকুনকুর জন্ম হয় ফ্রান্সে এবং তিনি কঙ্গীয় (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র) বংশধর। [৪][৫] তিনি ফ্রান্সের কিশোর আন্তর্জাতিক দলের খেলোয়াড়।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | লিগ কাপ | বৈদেশিক | অন্যান্য | সর্বমোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
প্যারিস সেন্ট-জার্মেইন | ২০১৫–১৬ | ৫ | ০ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | — | ৬ | ০ | |
২০১৬–১৭ | ৮ | ১ | ৪ | ১ | ৩ | ০ | ১ | ০ | ০ | ০ | ১৬ | ২ | |
২০১৭–১৮ | ২০ | ৪ | ৩ | ১ | ৩ | ০ | ০ | ০ | ১ | ০ | ২৭ | ৫ | |
২০১৮–১৯ | ১৩ | ১ | ১ | ০ | ১ | ০ | ০ | ০ | ১ | ১ | ১৬ | ২ | |
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ৪৬ | ৬ | ৮ | ২ | ৭ | ০ | ২ | ০ | ২ | ১ | ৬৫ | ৯ |