![]() ২০২২ সালে ফিওরেন্তিনার হয়ে বিরাগি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ক্রিস্তিয়ানো বিরাগি | ||
জন্ম | ১ সেপ্টেম্বর ১৯৯২ | ||
জন্ম স্থান | চেরনুস্কো সু নাভিলিয়ো, ইতালি | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফিওরেন্তিনা | ||
জার্সি নম্বর | ৪ | ||
যুব পর্যায় | |||
২০০৫–২০১১ | ইন্টার মিলান | ||
২০০৭–২০০৮ | → প্রো সেস্তো (ধার) | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১২ | ইন্টার মিলান | ০ | (০) |
২০১১–২০১২ | → ইয়ুভে স্তাবিয়া (ধার) | ১১ | (০) |
২০১২–২০১৪ | চিত্তাদেল্লা | ৩৩ | (০) |
২০১৩–২০১৪ | → কাতানিয়া (ধার) | ২৩ | (০) |
২০১৪–২০১৬ | ইন্টার মিলান | ০ | (০) |
২০১৪–২০১৫ | → কিয়েভো (ধার) | ১৮ | (০) |
২০১৫–২০১৬ | → গ্রানাদা (ধার) | ৩২ | (০) |
২০১৬–২০১৮ | পেস্কারা | ৩৭ | (১) |
২০১৭–২০১৮ | → ফিওরেন্তিনা (ধার) | ৩৪ | (১) |
২০১৮– | ফিওরেন্তিনা | ৪০ | (২) |
২০১৯–২০২০ | → ইন্টার মিলান (ধার) | ২৬ | (২) |
জাতীয় দল‡ | |||
২০১০–২০১১ | ইতালি অনূর্ধ্ব-১৯ | ৭ | (০) |
২০১০ –২০১৫ | ইতালি অনূর্ধ্ব-২১ | ১০ | (০) |
২০১৮– | ইতালি | ৯ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:১৯, ২০ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৯, ২০ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ক্রিস্তিয়ানো বিরাগি (ইতালীয়: Cristiano Biraghi, ইতালীয় উচ্চারণ: [kriˈstjaːno biˈraːɡi]; জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৯২) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ফিওরেন্তিনা এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০১০ সালে, বিরাগি ইতালি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[১] প্রায় ৬ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে ১টি গোল করেছেন।
ক্রিস্তিয়ানো বিরাগি ১৯৯২ সালের ১লা সেপ্টেম্বর তারিখে ইতালির চেরনুস্কো সু নাভিলিয়োয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।