ক্রেগ উইশার্ট

ক্রেগ উইশার্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ক্রেগ ব্রায়ান উইশার্ট
জন্ম (1974-01-09) ৯ জানুয়ারি ১৯৭৪ (বয়স ৫০)
সলিসবারি, রোডেশিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৯)
১৩ অক্টোবর ১৯৯৫ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট১৫ আগস্ট ২০০৫ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৪)
২৬ আগস্ট ১৯৯৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই২৪ আগস্ট ২০০৫ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৪-১৯৯৯ম্যাশোনাল্যান্ড
২০০০-২০০৫মিডল্যান্ডস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ২৭ ৯০
রানের সংখ্যা ১০৯৮ ১৭১৯
ব্যাটিং গড় ২২.৪০ ২৩.২২
১০০/৫০ ১/৫ ২/৫
সর্বোচ্চ রান ১১৪ ১৭২*
বল করেছে - ১২
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - n/a
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ১৫/- ২৬/-
উৎস: Cricinfo, ২০ ফেব্রুয়ারি ২০১৫

ক্রেগ ব্রায়ান উইশার্ট (জন্ম: ৯ জানুয়ারি, ১৯৭৪) সলিসবারিতে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার। জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড জেলার অনেকগুলো দলের পক্ষে প্রতিনিধিত্ব করেন ক্রেগ উইশার্ট

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯৯৫ সালে হারারেতে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। টেস্টে তার সর্বোচ্চ রান ১১৪ ও ব্যাটিং গড় ২২.৪০। একদিনের আন্তর্জাতিকে তিনি সর্বোচ্চ অপরাজিত ১৭২ রান সংগ্রহ করেন। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে তিনি এ রান করেন যা বিশ্বকাপের ইতিহাসে ৬ষ্ঠ সর্বোচ্চ সংগ্রহ। এছাড়াও, জিম্বাবুয়ের একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ।[][]

২০০৫ সালে ক্রিকেট জীবন থেকে অবসর নেন তিনি। ২০০০ দশকের শুরুতে স্থানীয় পরিচালনা পরিষদের বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে জ্যেষ্ঠ আন্তর্জাতিক খেলোয়াড়দের অবসরগ্রহণকারীদের একজন ছিলেন তিনি।[] বর্তমানে তিনি নিজেই ব্যবসা পরিচালনা করছেন ও সামাজিকভাবে ক্রিকেট খেলার সাথে জড়িত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Zimbabwe beat Namibia and the weather"Cricinfo। ১০ ফেব্রুয়ারি ২০০৩। 
  2. "Wishart inspires Zimbabwe victory"Daily Telegraph। ১০ ফেব্রুয়ারি ২০০৩। 
  3. "Wishart quits as problems grow"Cricinfo। ৩০ সেপ্টেম্বর ২০০৫। 

আরও দেখুন

[সম্পাদনা]