মেয়াদোত্তীর্ণ তথ্যের কারণে এই নিবন্ধটির অংশসমূহের (যেগুলি documentation সাথে সম্পর্কিত) তথ্যগত সঠিকতা সম্ভবত মানসম্মত নয়।। |
ক্রোয়েশিয়ায় কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি চলাকালীন, ২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়া শুরু হয়।[২] ক্রোয়েশীয় সরকার ইউরোপীয় ইউনিয়নের সাথে একসাথে টিকার আদেশ দেয় এবং ৮.৭ মিলিয়ন ডোজ টিকা আমদানি করে।[৩] ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, ২.২ মিলিয়নেরও বেশি লোককে সম্পূর্ণ টিকা দেওয়া হয়,[৪] যা দেশের মোট জনসংখ্যার মাত্র ৬৩%।[৫]
টিকার তালিকা[৬] | ||||
---|---|---|---|---|
টিকা | উৎপত্তি | অর্ডারকৃত ডোজ | অনুমোদন | প্রদান |
ফাইজার-বায়োএনটেক | যুক্তরাষ্ট্র/জার্মানি | ১ মিলিয়ন | ২১ ডিসেম্বর ২০২০ | ২৬ ডিসেম্বর ২০২০ |
মডার্না | যুক্তরাষ্ট্র | ১ মিলিয়ন | ৬ জানুয়ারি ২০২১ | ১২ জানুয়ারি ২০২১ |
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা | যুক্তরাজ্য/সুইডেন | ২.৭ মিলিয়ন | ২৯ জানুয়ারি ২০২১ | ৭ ফেব্রুয়ারি ২০২১ |
জনসন | নেদারল্যান্ডস/ইসরায়েল | ৯০০,০০০ | ১১ মার্চ ২০২১ | প্রক্রিয়াধীন |
নোভাভ্যাক | যুক্তরাষ্ট্র | ২০ ডিসেম্বর ২০২১ | প্রক্রিয়াধীন | |
কিউরভ্যাক | জার্মানি | প্রক্রিয়াধীন | প্রক্রিয়াধীন | |
ভালনেভা | ফ্রান্স | প্রক্রিয়াধীন | প্রক্রিয়াধীন | |
সানোফি-জিএসকে | ফ্রান্স/যুক্তরাজ্য | প্রক্রিয়াধীন | প্রক্রিয়াধীন | |
মোট | ৮.৭ মিলিয়ন |