![]() | |
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প |
---|---|
উপলব্ধ | Croatian |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
স্লোগান | Wikipedija - Slobodna enciklopedija |
ওয়েবসাইট | hr.wikipedia.org |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | February 16, 2003 |
ক্রোয়েশীয় উইকিপিডিয়া হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ক্রোয়েশীয় ভাষার সংস্করণ। ক্রোয়েশীয় উইকিপিডিয়া ২০০৩ সালে যাত্রা শুরু করে এবং মে ২০২৫ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ২,২৫,৫৫৭টি নিবন্ধ, ৩,২৮,০০০ জন ব্যবহারকারী, ১৫ জন প্রশাসক ও ২১,৬৩৯টি ফাইল আছে। ক্রোয়েশীয় উইকিপিডিয়ায় উইকিপিডিয়ানদের সম্মিলিত সম্পাদনার সংখ্যা ৭১,৮২,৫২৬টি।
২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি সার্বো-ক্রোয়েশীয় উইকিপিডিয়াকে ভেঙে ক্রোয়েশীয় উইকিপিডিয়ার সঙ্গে সার্বীয় উইকিপিডিয়া তৈরি করা হয়।