ক্লাং রয়েল টাউন মসজিদ

ক্লাং রয়েল টাউন মসজিদ
মসজিদ বন্দর দিরাজা ক্লাং
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানমালয়েশিয়া সেলাঙ্গর, মালয়েশিয়া
পৌরসভাক্লাং
স্থাপত্য
প্রতিষ্ঠাতাইয়াসান ইসলাম নাজির-নাজির মসজিদ দায়েরাহ ক্লাং[]
ভূমি খনন২০০৩
সম্পূর্ণ হয়২০০৯[]
নির্মাণ ব্যয়মালয়েশীয় রিংগিত ২৪.৩ মিলিয়ন[]
বিনির্দেশ
ধারণক্ষমতা৪০০০[]
মিনার

ক্লাং রয়েল টাউন মসজিদ (মালয়: মসজিদ বন্দর দিরাজা ক্লাং) মালয়েশিয়ার সেলাঙ্গরের ক্লাং শহরের একটি মসজিদ। মসজিদটির অবস্থান ক্লাং নদীর তীরে হওয়ায় একে ভাসমান মসজিদের মতো দেখা যায়।

ইতিহাস

[সম্পাদনা]

মসজিদটি "মসজিদ ক্লাং উতারা" (উত্তর ক্লাং মসজিদ) নামে পরিচিত একটি ছোট মসজিদের স্থানে নির্মিত হয়েছে। ২০০৩ সালে, নিকটবর্তী মসজিদ ভারত এবং সুলতান সুলায়মান মসজিদগুলোতে বিশাল জনতার কারণে নতুন মসজিদটি নির্মাণ করা হয়। বর্তমান মসজিদটির নির্মানকাজ ২০০৯ সালে শেষ হয়েছিল এবং ১১ ডিসেম্বর ২০০৯-এ সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ তার জন্মদিন উদযাপনের সাথে একত্র করে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন।[]

সুবিধা

[সম্পাদনা]

মসজিদটিতে একটি প্রধান প্রার্থনা হল, অফিস, বক্তৃতা কক্ষ, বাইরের প্রার্থনা হল, জানাজা পরিচালনার কক্ষ এবং খাবার ব্যবস্থা কক্ষের মতো সুবিধাসমূহ রয়েছে।

গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "PROFAIL MASJID"JAIS 
  2. "Masjid Bandar Diraja Klang mercu tanda baru"UtusanOnline.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]