ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | ক্লাইড এলিয়ট কাম্বারব্যাচ |
জন্ম | পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ | ১৩ নভেম্বর ১৯৩৬
মৃত্যু | ২৯ ডিসেম্বর ২০১৭ | (বয়স ৮১)
ভূমিকা | আম্পায়ার |
আম্পায়ারিং তথ্য | |
টেস্ট আম্পায়ার | ১২ (১৯৮১–১৯৯৫) |
ওডিআই আম্পায়ার | ২৬ (১৯৮৪–১৯৯৭) |
এফসি আম্পায়ার | ৬৩ (১৯৭৯–১৯৯৭) |
এলএ আম্পায়ার | ৪৯ (১৯৭৯–১৯৯৭) |
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ জুন ২০১৮ |
ক্লাইড এলিয়ট কাম্বারব্যাচ (ইংরেজি: Clyde Cumberbatch; জন্ম: ১৩ নভেম্বর, ১৯৩৬ - মৃত্যু: ২৯ ডিসেম্বর, ২০১৭) ত্রিনিদাদের পোর্ট-অব-স্পেনে জন্মগ্রহণকারী প্রথিতযশা ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার ছিলেন।
সমগ্র কর্মজীবনে বারো টেস্ট পরিচালনা করেছেন, যার সবগুলোতেই ওয়েস্ট ইন্ডিজ দল সম্পৃক্ত ছিল। এছাড়াও, ১৯৮৪ থেকে ১৯৯৭ সময়কালে ২৬টি একদিনের আন্তর্জাতিকে আম্পায়ারিত্ব করেছেন।[১][২]
১৯৭৯ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেট খেলা পরিচালনায় অভিষেক ঘটে ক্লাইড কাম্বারব্যাচের। দুই বছর পর ১৯৮১ সালে টেস্ট পর্যায়ের খেলা পরিচালনার সুযোগ পান তিনি।[৩][৪][৫]
২৯ ডিসেম্বর, ২০১৭ তারিখে ৮১ বছর বয়সে ক্লাইড কাম্বারব্যাচের দেহাবসান ঘটে।