Climate TRACE | |
গঠিত | ২০২১ |
---|---|
ক্ষেত্রসমূহ | জলবায়ু পর্যবেক্ষণ ও নিরীক্ষা |
ওয়েবসাইট | climatetrace |
ক্লাইমেট টিআরএসিই (ইংরেজি: Climate TRACE, যেখানে TRACE শব্দটি "Tracking Real-Time Atmospheric Carbon Emissions" -এর সংক্ষিপ্তরূপ, অনু. প্রকৃত সময়ে বায়ুমণ্ডলীয় কার্বন নির্গমন নির্ণয়)[১] একটি স্বাধীন সামষ্টিক সংস্থা যা কয়েক সপ্তাহের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন নিরীক্ষণ এবং প্রকাশ করে।[২] সংস্থাটি ২০২১ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন শুরুর আগে তাদের কার্যক্রম শুরু করে।[৩] এটি কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাসের নির্গমন পর্যবেক্ষণ, প্রতিবেদন প্রকাশ এবং যাচাইকরণ (ইংরেজি: মনিটোরিং, রিপোর্টিং এন্ড ভেরিফিকেশন - এমআরভি) ব্যবস্থার আরো উন্নত করে।[৪][৫]
জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলনে অংশগ্রহণকারী উন্নত দেশগুলি গ্রিনহাউজ গ্যাস নির্গমণের প্রতিবেদনগুলি পর্যবেক্ষণকৃত বছর শেষ হওয়ার এক বছর পরে জমা দেয়।[৬] প্যারিস চুক্তি সাক্ষরকারী উন্নয়নশীল দেশগুলো এইধরণের প্রতিবেদন প্রতি দুই বছর অন্তর জমা দিচ্ছে।[৭][৮] ইরানের মত কিছু বড় গ্রিনহাইউ গ্যাস নির্গমনকারী দেশ যারা চুক্তিটি অনুমোদন করেনি। চুক্তির বাইরে থাকা দেশগুলি ২০২০-এর দশকে তাদের দেশ হতে নির্গত গ্রিনহাউস গ্যাসের তালিকা জমা দেয়নি।[৯] বিভিন্ন দেশ হতে প্রতিবেদন প্রাপ্তির দীর্ঘসূত্রিতার বিপরীতে সংস্থাটি সাপ্তাহিক, মাসিক, ক্ষেত্রবিশেষে দৈনিক প্রকৃত সময় বায়ুমণ্ডলীয় কার্বন নির্গমনের সচ্ছ তথ্য নির্ণয় করতে পারবে।[১০]
সংস্থাটি কৃত্রিম উপগ্রহ হতে সংগৃহীত উপাত্ত (তাদের নিজস্ব উপগ্রহ নয়) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে[১১][১২] বিশ্বব্যাপী কয়লা খনি এবং শক্তি উৎপাদন কেন্দ্রের চিমনি'র মতো উৎসগুলি পর্যবেক্ষণ করে।[১৩] এটির পর্যবেক্ষণ ব্যবস্থা টাইম ম্যাগাজিনের ২০২০ সালের একশত সেরা আবিষ্কারের তালিকায় স্থান করে নিয়েছে।[১৪] কেলি সিমস গ্যালাহারের মতে সংস্থাটির উন্নয়নকৃত 'এমআরভি' বিরোধ হ্রাস করে জলবায়ু পরিবর্তনের রাজনীতিকে প্রভাবিত করতে পারে এবং আরও উচ্চাভিলাষী 'জলবায়ু প্রতিশ্রুতি'র দিকে নিয়ে যেতে পারে।[৪] এটি ৩০০টির অধিক উপগ্রহ এবং ১১,১০০টির অধিক দূর অনুধাবক হতে উপাত্ত সংগ্রহ করে থাকে।[১০]
ক্লাইমেট টি আরএসিই বিভিন্ন শক্তি উৎপাদনকেন্দ্র হতে নির্গমনকারী গ্যাস সাথে প্রশিক্ষণ সফটওয়ারের দ্বারা নির্ণয় করে যা তত্ত্বাবধানে শিখনের মাধ্যমে অন্যান্য উন্মুক্ত উপাত্ত, যেমন সরকারি তথ্য, ওপেনস্ট্রিটম্যাপ,[১৫] এবং শক্তি উৎপাদনকারী সংস্থা ও বেসরকারী কোম্পানি গুলির বার্ষিক প্রতিবেদনের সাথে উপগ্রহ চিত্রের সমন্বয় করা হয়।[১৬] একইভাবে আন্তর্জাতিক পরিবহনকারী জাহাজ থেকে নির্গমন আরও ভালভাবে বোঝার জন্য বড় জাহাজগুলিকে এটির আওতায় আনা হবে।[১৭]
২০২১-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] ক্লাইমেট টি আরএসিই -তে কার্বন প্ল্যান, আর্থওয়াইজ এলাইএন্স, হাডসন কার্বন, ওশেন মাইন্ড, রকি মাউন্টেন ইন্সটিটিউট, ট্রানজিশন জিরো ও ওয়াট টাইমের মত অলাভজনক সংস্থা; ব্লু স্কাই অ্যানালিটিক্স এবং হাইপারভাইন-এর মত বেসরকারী কোম্পানি এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর এই সামষ্টিক সংস্থার সাথে যুক্ত আছেন।[১০]
Parties under the Paris Agreement are required to submit their first biennial transparency report (BTR1) and national inventory report, if submitted as a stand-alone report, in accordance with the MPGs, at the latest by 31 December 2024
Developing countries update their GHG inventories, mitigation actions, needs and support received within their BUR