ক্লাউস এবনার (জার্মান: Klaus Ebner) (৮ই আগস্ট, ১৯৬৪, ভিয়েনা [১]) একজন অস্ট্রীয় লেখক, প্রাবন্ধিক, কবি ও অনুবাদক। তিনি ১৯৮৯ সাল থেকে কম্পিউটার সফটওয়্যার সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ ও বই লিখে আসছেন। [২] ১৯৮০-র দশকে সাময়িকীগুলিতে এবনারের রচিত সাহিত্য প্রকাশিত হত। ২০০৭ সালে তার প্রথম ছোটগল্প সংকলন প্রকাশিত হয়। এবনার জার্মান ও কাতালান ভাষাতে কবিতা লেখেন। এছাড়াও তিনি ফরাসি ও কাতালান সাহিত্যকর্ম জার্মান ভাষাতে অনুবাদ করেন। তিনি অস্ট্রিয়ার বেশ কিছু লেখক সংঘের সদস্য, যার মধ্যে "গ্রাৎসার আউটোরেনফারজামলুং" (জার্মান ভাষায় Grazer Autorenversammlung) উল্লেখযোগ্য।