ক্লাউস এবনার

ক্লাউস এবনার, ২০০৮ সালে তোলা ছবি

ক্লাউস এবনার (জার্মান: Klaus Ebner) (৮ই আগস্ট, ১৯৬৪, ভিয়েনা []) একজন অস্ট্রীয় লেখক, প্রাবন্ধিক, কবি ও অনুবাদক। তিনি ১৯৮৯ সাল থেকে কম্পিউটার সফটওয়্যার সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ ও বই লিখে আসছেন। [] ১৯৮০-র দশকে সাময়িকীগুলিতে এবনারের রচিত সাহিত্য প্রকাশিত হত। ২০০৭ সালে তার প্রথম ছোটগল্প সংকলন প্রকাশিত হয়। এবনার জার্মানকাতালান ভাষাতে কবিতা লেখেন। এছাড়াও তিনি ফরাসিকাতালান সাহিত্যকর্ম জার্মান ভাষাতে অনুবাদ করেন। তিনি অস্ট্রিয়ার বেশ কিছু লেখক সংঘের সদস্য, যার মধ্যে "গ্রাৎসার আউটোরেনফারজামলুং" (জার্মান ভাষায় Grazer Autorenversammlung) উল্লেখযোগ্য।

প্রকাশিত গ্রন্থাবলি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Biographical note on the author's official website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৯-০৩-০৯ তারিখে, retrieved on 2009-02-12.
  2. The German books were published by Data Becker (আইএসবিএন ৩-৮৯০১১-২২৪-২ and 3-89011-366-4), Markt & Technik (আইএসবিএন ৩-৮৭৭৯১-১৩৭-৪), IWT (আইএসবিএন ৩-৮৮৩২২-৩৫২-২ and 3-88322-463-4), TEWI (3-89362-571-2) and Microsoft Press (আইএসবিএন ৩-৮৬০৬৩-৬০৬-৫ and 3-86063-657-X) between 1989 and 2004.

বহিঃসংযোগ

[সম্পাদনা]