ক্লেয়ার ট্রেভর | |
---|---|
Claire Trevor | |
জন্ম | ক্লেয়ার ভেমলিঙ্গার ৮ মার্চ ১৯১০ |
মৃত্যু | ৮ এপ্রিল ২০০০ নিউপোর্ট বিচ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৯০)
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯২৯-১৯৮৭ |
দাম্পত্য সঙ্গী | ক্লার্ক অ্যান্ড্রুজ (বি. ১৯৩৮; বিচ্ছেদ. ১৯৪২) সাইলোস উইলিয়াম ডানসমোর (বি. ১৯৪৩; বিচ্ছেদ. ১৯৪৭) মিল্টল এইচ. ব্রেন (বি. ১৯৪৮; মৃ. ১৯৭৯) |
সন্তান | ১ |
ক্লেয়ার ট্রেভর (ইংরেজি: Claire Trevor; জন্ম: ক্লেয়ার ভেমলিঙ্গার,[১] ৮ মার্চ ১৯১০ - ৮ এপ্রিল ২০০০)[২][৩][৪][৫] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ষাটের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কি লার্গো (১৯৪৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ডেড এন্ড (১৯৩৭) ও দ্য হাই অ্যান্ড দ্য মাইটি (১৯৫৪) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
টেলিভিশনে তিনি লাক্স ভিডিও থিয়েটার (১৯৫০) অনুষ্ঠানে তার কাজের জন্য জন্য একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং প্রডিউসার্স শোকেস (১৯৫৪) অনুষ্ঠানে তার কাজের জন্য একটি এমি পুরস্কার অর্জন করেন।[৬]