ক্লোদ ল্যলুশ | |
---|---|
Claude Lelouch | |
জন্ম | ক্লোদ বারুক জোসেফ ল্যলুশ ৩০ অক্টোবর ১৯৩৭ |
পেশা | চলচ্চিত্র পরিচালক, লেখক, চিত্রগ্রাহক, অভিনেতা, প্রযোজক |
দাম্পত্য সঙ্গী | ক্রিস্তিন কোশে (বি. ১৯৬৮; বিচ্ছেদ. ১৯৭২) গ্যুনিয়া ফ্রিদঁ (বি. ১৯৭?; বিচ্ছেদ. ১৯৭?) ইভলিন বুয়া (বি. ১৯৮০; বিচ্ছেদ. ১৯৮৫) মারিয়া-সোফি এল. (বি. ১৯৮৬; বিচ্ছেদ. ১৯৯২) আলেসান্দ্রা মার্তিনেস (বি. ১৯৯৩; বিচ্ছেদ. ২০০৯) |
সন্তান | ৭ |
স্বাক্ষর | |
ক্লোদ বারুক জোসেফ ল্যলুশ (জন্ম ৩০ অক্টোবর ১৯৩৭) হলেন একজন ফরাসি চলচ্চিত্র পরিচালক, লেখক, চিত্রগ্রাহক, অভিনেতা ও প্রযোজক। তার পরিচালিত উ্যন অম এ উ্যন ফাম চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসব থেকে পাল্ম দর, ও শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে এবং তিনি শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। পরের বছর তার পরিচালিত ভিভ্র পুর ভিভ্র (১৯৬৭) চলচ্চিত্রটি শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে। এছাড়া তিনি ১৯৭১ সালে ল্য ভয়ু চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বিদেশি পরিচালক বিভাগে দাভিদ দি দোনাতেল্লো অর্জন করেন। তার সঙ্গীতধর্মী মহাকাব্যিক চলচ্চিত্র লে উন এ লে ওত্র (১৯৮১) কে তার শ্রেষ্ঠ কর্ম বলে গণ্য করা হয়।
ল্যলুশ ১৯৩৭ সালের ৩০শে অক্টোবর প্যারিসের ৯ম আরোঁদিসমাঁয় জন্মগ্রহণ করেন। তার পিতা সিমোঁ ল্যলুশ ও মাতা শার্লত (বিবাহপূর্ব আবেলার)।[১] সিমোঁ আলজেরিয় ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন; অন্যদিকে তার মাতা ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।[২][৩]
ল্যলুশ বলেন চলচ্চিত্রের সাথে তার পরিচয় হয়েছিল খুবই অল্প বয়সে, "আমি যখন খুব ছোট, আমার মা আমাকে চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে লুকিয়ে রাখতেন। গেস্টাপো আমাদের খুঁজে বেড়াতো। চলচ্চিত্র আমার জীবন বাঁচিয়েছিল।"[৪] মাধ্যমিক শিক্ষা সমাপনী বাকালোরেয়াতে ব্যর্থ হওয়ার পর তার পিতা নতুনভাবে শুরু করার জন্য তাকে একটি ক্যামেরা কিনে দিয়েছিলেন। তিনি প্রতিবেদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি তার ব্যক্তিগত সফরে কোটের ভিতর ক্যামেরা লুকিয়ে রেখে সোভিয়েত ইউনিয়নের প্রাত্যহিক জীবনের চিত্রধারণ করেছিলেন। এছাড়া তিনি কয়েকটি ক্রীড়াভিত্তিক আয়োজনের চিত্রধারণ করেন, তন্মধ্যে রয়েছে গাড়ি চালনা প্রতিযোগিতা ২৪ ওর দ্যু মাঁ (24 Heures du Mans) এবং সাইকেল চালনা প্রতিযোগিতা তুর দ্য ফ্রঁস (Tour de France)।
পরিচালক হিসেবে ল্যলুশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হল ল্য প্রোপ্র দ্য লম। কাইয়ে দ্যু সিনেমা এর নিন্দা করে লিখে, "ক্লোদ ল্যলুশ, নামটি ভালো করে মনে রাখুন, কারণ এটি আবার শুনবেন না।" তার পরবর্তী চলচ্চিত্র লা ফাম স্পেক্তাকল (১৯৬৩), এতে উল্লেখিত নারীবিদ্বেষী মতাদর্শের জন্য চলচ্চিত্রটির বিরুদ্ধে আপত্তি জানানো হয়। তবে ১৯৬৬ সালে তার পরিচালিত উ্যন অম এ উ্যন ফাম চলচ্চিত্রটি তার ভাগ্যে পরিবর্তন নিয়ে আসে, এমনকি কাইয়ে দ্যু সিনেমার সমালোচকেরাও এর প্রশংসা করেন। চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসব থেকে পাল্ম দর,[৫] ও শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে এবং তিনি শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[৬] পরের বছর তার পরিচালিত ভিভ্র পুর ভিভ্র চলচ্চিত্রটির জন্য তিনি পুনরায় শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৭]
তিনি ১৯৭১ সালে ল্য ভয়ু চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বিদেশি পরিচালক বিভাগে দাভিদ দি দোনাতেল্লো অর্জন করেন। ১৯৮১ সালে নির্মিত তার সঙ্গীতধর্মী মহাকাব্যিক চলচ্চিত্র লে উন এ লে ওত্র-কে তার শ্রেষ্ঠ কর্ম বলে গণ্য করা হয়। ১৯৯৩ সালে তিনি ১৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতি হন।[৮]