ক্লোরোফরাস অ্যানুলারিস | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | আর্থ্রোপোডা (Arthropoda) |
শ্রেণি: | ইনসেক্টা (Insecta) |
বর্গ: | কোলিওপ্টেরা (Coleoptera) |
পরিবার: | Cerambycidae |
গণ: | Chlorophorus (ফ্যাব্রিকিয়াস, ১৭৮৭) |
প্রজাতি: | C. annularis |
দ্বিপদী নাম | |
Chlorophorus annularis (ফ্যাব্রিকিয়াস, ১৭৮৭) |
ক্লোরোফরাস অ্যানুলারিস (বৈজ্ঞানিক নাম: Chlorophorus annularis) - বাঁশের বাঘের দীর্ঘহূলী গুবরেপোকা,[১] বা বাঁশে ছিদ্রকারী গুবরেপোকা[২][৩] হল দীর্ঘহূলী গুবরেপোকা পরিবারের অন্তর্গত গুবরে পোকা বর্গের একটি প্রজাতি।[৪]
সাইট্রাস এসপিপি.,[২][৫] ভিটিস এসপিপি.,[২][৫] বাম্বুসা এসপিপি., বাম্বুসা মাল্টিপ্লেক্স, বাম্বুসা পলিমর্ফা, বাম্বুসা তুলদা, বাম্বুসা ভালগারিস, ডেন্ড্রোক্যালামাস স্ট্রিক্টাস, ডিপ্টেরোকার্পাস টিউবারকুলাটাস, গসিপিয়াম এসপিপি., ইন্দোসাসা ক্র্যাসিফ্লোরা, ফিলোস্ট্যাচিস রেটিকুলাটা, স্যাকারাম অফিসিনারাম, সাইনোক্যালামাস এসপিপি., ভুট্টা, বাম্বুসা স্পিনোসা, ডেরিস মাইক্রোফাইলা, লিকুইডম্বর এসপিপি., লিকুইডম্বর ফর্মোসানা, আপেল, শোরিয়া এসপিপি., শাল, সিনোবাম্বুসা গিব্বোসা, স্পন্ডিয়াস এসপিপি., টেক্টোনা এসপিপি., এবং সেগুন.[৫]
মিথাইল ব্রোমাইড কার্যকর হলেও এটি ওজোন ক্ষয়কারী রাসায়নিক।[২] সালফিউরিল ফ্লোরাইডও কার্যকর এবং এতে সেই সমস্যা নেই।[২]