ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল (২০২৪)

ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল
ড্রু ম্যাকইন্টায়ার সমন্বিত প্রচারমূলক পোস্টার
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউই
ব্র্যান্ড
স্ম্যাকডাউন
তারিখ১৫ জুন ২০২৪ (2024-06-15)
মাঠওভিও হাইড্রো
শহরগ্লাসগো
ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠানের কালানুক্রমিক
ব্যাটলগ্রাউন্ড মানি ইন দ্য ব্যাংক
ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল-এর কালানুক্রমিক
২০২২

ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠান, যা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) তাদের ব্র্যান্ড এবং স্ম্যাকডাউনের জন্য প্রযোজনা করবে।[] এটি ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল কালানুক্রমিকের অধীনে প্রচারিত দ্বিতীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি ২০২৪ সালের ১৫ই জুন তারিখে স্কটল্যান্ডের গ্লাসগোর ওভিও হাইড্রোতে অনুষ্ঠিত হবে।

কাহিনী

[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করছে। এই ম্যাচগুলোর ফলাফল এবং স্ম্যাকডাউন ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইর লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[][] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউইর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান এবং স্ম্যাকডাউনে প্রদর্শন করা হচ্ছে।[]

পটভূমি

[সম্পাদনা]

ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত ইউরোপে অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে প্রথমবারের মতো ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল অনুষ্ঠিত হয়েছে।[]

২০২৪ সালের এই অনুষ্ঠানটি ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল কালানুক্রমিকের দ্বিতীয় অনুষ্ঠান, যা ১৫ই জুন তারিখে স্কটল্যান্ডের গ্লাসগোর ওভিও হাইড্রোতে আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবা এবং আন্তর্জাতিক বাজারে ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://nation.cymru/sport/wwe-announce-name-for-principality-stadium-event-and-reveal-when-tickets-will-be-available/
  2. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২ 
  3. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  4. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬ 
  5. "WWE announce name for Principality Stadium event – and reveal when tickets will be available"Nation Cymru। এপ্রিল ৩০, ২০২২। এপ্রিল ৩০, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৭, ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]