সংক্ষেপে | এসএসসি |
---|---|
গঠিত | ৪ নভেম্বর ১৯৭৫ |
ধরন | সরকারী |
সদরদপ্তর | নতুন দিল্লী, ভারত |
যে অঞ্চলে কাজ করে | ভারত |
অধ্যক্ষ | অসীম খুরানা |
ওয়েবসাইট | ssc |
প্রাক্তন নাম | অধীনস্থ সেবা আয়োগ |
কৰ্মচারী চয়ন আয়োগ বা এসএসসি ভারত সরকার এর অধীনস্থ বিভিন্ন মন্ত্ৰণালয় ও বিভাগের কৰ্মচারী দিয়ে ভৰ্তি করা এক সংস্থা।এটি ভারত সরকারের কৰ্মচারী, জন অভিযোগ ও পেনসন মন্ত্ৰণালয়ের অধীন। এর একজন অধ্যক্ষ, দুজন সদস্য ও একজন সচিব তথা পরীক্ষা নিয়ন্ত্ৰক আছে।এর অধ্যক্ষের পদ ভারত সরকারের অতিরিক্ত সচিবের সমপৰ্যায়ের।
১৯৬৭-৬৮ সালে লোকসভার অনুমান সমিতিতে এর ৪৭তম খতিয়ানে নিম্ন পৰ্যায়ের চাকরিতে ভৰ্তির জন্য কৰ্মচারী চয়ন করতে আয়োগ প্ৰতিষ্ঠা করার অনুমোদন দেয়া হয়েছিল। তারপর ১৯৭৫ সালের ৪ নভেম্বর ভারত সরকার কৰ্মচারী ও প্ৰশাসনিক সংস্কার বিভাগের অধীনস্থ সেবা আয়োগ গঠন করেছিল। ১৯৭৭ সালের ২৬ সেপ্টেম্বর এর নাম অধস্তন পরিষেবা কমিশন রাখা হয়। ২১ মে ১৯৯৯ সালে কৰ্মচারী, জন অভিযোগ ও পেনসন মন্ত্ৰণালয় এর কাৰ্যকলাপ সমূহ পুন নিৰ্ধারণ করে। কৰ্মচারী চয়ন আয়োগের নতুন সংবিধান ও কাৰ্যকলাপ ১৯৯৯ সালের ১ জুন আরম্ভ হয়।
এর মুখ্য কাৰ্যালয় নতুন দিল্লীতে অবস্থিত। বৰ্তমানে এর অধ্যক্ষ ভারতীয় প্ৰশাসনিক সেবার অফিসার অসীম খুরানা[১]।