খগয়ানি জেলা

Khugyani
District
Khugyani আফগানিস্তান-এ অবস্থিত
Khugyani
Khugyani
Location within Afghanistan[]
স্থানাঙ্ক: ৩৩°৩৪′ উত্তর ৬৮°১৮′ পূর্ব / ৩৩.৫৬° উত্তর ৬৮.৩০° পূর্ব / 33.56; 68.30
Country Afghanistan
ProvinceGhazni Province
জনসংখ্যা (2003)[]
 • মোট২৮,৮৪২

খুগয়ানি (পশতু: خوګياڼي ولسوالۍ, ফার্সি: خوگیانی), এছাড়াও পরিচিত ওয়ালী মুহম্মদ শহীদ, আফগানিস্তানের গজনি প্রদেশের একটি জেলা। এটি পূর্বে জঘাতু জেলার একটি অংশ ছিল। তালিবান শাসনামলে এটি এলাকা বিস্তৃত করা হয়েছিল এবং পরবর্তীতে জেলাটি তার মূল সীমান্তে ফিরিয়ে আনা হয়েছিল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পূর্বে গজনি সিটি জেলা, দক্ষিণে ওয়াঘেজ জেলা, পশ্চিমে জঘাতু জেলা, উত্তরে রাশিদান জেলা এবং উত্তর-পূর্বে খাজা উমারী জেলা সীমানা ঘিরে রেখেছে। ২০০২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২৮,৮৪২ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে খগয়ানি।

জেলাটির আয়ের প্রধান উৎস হলো কৃষি, কিন্তু ক্ষরার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বাস্থ্য ও শিক্ষা প্রধান ২টি খাতে বিশেষ উন্নতি প্রয়োজন। রাস্তাগুলি সংকীর্ণ কিন্তু অন্যান্য অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত ভাল বলা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "District Names"। National Democratic Institute। ২৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫ 
  2. "District Profile" (পিডিএফ)। UNHCR। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]