খড়্গ রাজবংশ | |||||||
---|---|---|---|---|---|---|---|
৬২৫ খ্রিস্টাব্দ–৭১৬ খ্রিস্টাব্দের পর | |||||||
রাজধানী | কর্মন্টা ভাসাকা | ||||||
ধর্ম | বৌদ্ধধর্ম | ||||||
সরকার | রাজতন্ত্র | ||||||
রাজা | |||||||
• ৬২৫-৬৪০ | খড়্গডেমা (প্রথম) | ||||||
• ৭১৬-? | উদিরনাখাদগা (শেষ) | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠা | ৬২৫ খ্রিস্টাব্দ | ||||||
• বিলুপ্ত | ৭১৬ খ্রিস্টাব্দের পর | ||||||
| |||||||
বর্তমানে যার অংশ | বাংলাদেশ |
বাংলার ইতিহাস |
---|
ধারাবাহিকের একটি অংশ |
![]() |
খড়্গ রাজবংশ ছিলো একটি রাজবংশ যারা ৭ম থেকে ৮ম শতাব্দীর শুরু পর্যন্ত প্রাচীন বাংলার বঙ্গ ও সমতট অঞ্চল শাসন করেছিল।[১] কালানুক্রমিকভাবে, গৌড় রাজ্যের পতন এবং পাল সাম্রাজ্যের উত্থানের মধ্যে রাজবংশ একটি শক্তিশালী রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছিল। পূর্বে শাসক ভদ্র রাজবংশের উৎখাতের সাথে সাথেই তাদের ঊর্ধ্বগতি ঘটে থাকতে পারে।[২] যদিও খড়্গরা রাজকীয় উপাধি গ্রহণ করেননি, তবে তারা প্রাচীন বঙ্গ রাজ্যের অধিবাসী ছিলেন এবং বঙ্গ রাজ্যের উপর তারা সার্বভৌমত্ব বজায় রেখেছিলেন এবং পরে তারা বঙ্গের সমতট অঞ্চল জয় করেছিলেন।
শিরোনাম নাম | রাজত্ব | মন্তব্য |
---|---|---|
খড়গোদ্যমা (খড়গোদম) | ৬২৫-৬৪০ | জাতখড্গের পিতা |
জাতখড়্গ (জাতখড়্গ) | ৬৪০-৬৫৮ | দেবখদ্গার পিতা |
দেবখড়্গ (দেবখড়্গ) | ৬৫৮-৬৭৩ | রানী প্রভাবতী (প্রভাবতী) |
রাজাভট্ট (রাজভট্ট) | ৬৭৩-৭০৭ | দেবখড্গের পুত্র |
বলভট্ট (বলভট্ট) | ৭০৭-৭১৬ | দেবখড্গের পুত্র |
উদিরনাখড্গা (উর্ধ্বখড়্গ) | ? ? |