হিসাববিজ্ঞান |
---|
বিষয়ক একটি ধারাবাহিকের অংশ |
খতিয়ান[১] হচ্ছে একটি হিসাবনিকাশের পাকা বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর বিভন্ন প্রকার পক্ষসমূহকে পৃথক পৃথক শিরোনামের আওতায় শ্রেনীবদ্ধভাবে এবং সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ করা। এক কথায় খতিয়ান হচ্ছে একটি প্রতিষ্ঠানের সকল হিসাবের সমষ্টিগত রুপ। তবে বাংলাদেশে হিসেবের বই ছাড়া জমির মালিকানার বিবরণকেও খতিয়ান বলা হয়।