![]() ২০২১ সালে আল আহাদের হয়ে খলিল | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | খলিল জর্জেস খামিস | ||
জন্ম | [১] | ১২ জানুয়ারি ১৯৯৫||
জন্ম স্থান | জাহলে, লেবানন | ||
উচ্চতা | ১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল আহাদ | ||
জার্সি নম্বর | ৫ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
খলিল জর্জেস খামিস (আরবি: خليل جورج خميس, ইংরেজি: Khalil Khamis; জন্ম: ১২ জানুয়ারি ১৯৯৫; খলিল খামিস নামে সুপরিচিত) হলেন একজন লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে লেবানীয় ক্লাব আল আহাদ এবং লেবানন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৩ সালে, খলিল লেবানন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে লেবাননের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত লেবাননের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
খলিল জর্জেস খামিস ১৯৯৫ সালের ১২ই জানুয়ারি তারিখে লেবাননের জাহলেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খলিল লেবানন অনূর্ধ্ব-১৯ এবং লেবানন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে লেবাননের প্রতিনিধিত্ব করেছেন। লেবাননের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
খলিল কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[১][২] যেখানে তিনি দুই ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
লেবানন | ২০১৪ | ১ | ০ |
২০১৯ | ১ | ০ | |
২০২৩ | ১ | ০ | |
২০২৪ | ২ | ০ | |
সর্বমোট | ৫ | ০ |