খলিলাহ আলি (জন্ম বেলিন্ডা বয়েড; ১৭ মার্চ ১৯৫০) হলেন মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলির সাবেক স্ত্রী।[১] ১৯৬৭ সালে ১৭ বছর বয়সী খলিলাহ আলি কে বিয়ে করেন।[১] তারপর ১০ বছর পর তাকে দিভোর্স দেন।[২][৩] সে আলির চার সন্তানের মা।[১]
সে কারাতে নিয়ে পড়াশোনা করেছেন এবং ১৯৭৭, সালে ব্লাক বেল্ট অর্জন করেন।[২][৪] তার চিত্র এবোনি ম্যাগাজিনের প্রচ্ছদ চিত্রে ৭বার প্রকাশিত হয়েছে।[৪] খলিলুল্লাহ জি কেলি এবং স্টেভ সাউন্ডার এর অধীনে পড়াশোনা করেছেন[২]
১৯৮০ সালে সে পুনরায় বিয়ে করে এবং মোহাম্মদ আলির পর আরো দুই জনকে ডিভোর্স দেয়।[৫]
সে জেন ফন্ডের চলচ্চিত্র দ্য চায়না স্যাইন্ড্রোম এ অভিনয় করেছেন।[৬]