Khwaja Umari خواجهعمری | |
---|---|
District | |
Location within Afghanistan[১] | |
স্থানাঙ্ক: ৩৩°৪১′ উত্তর ৬৮°২৫′ পূর্ব / ৩৩.৬৮° উত্তর ৬৮.৪২° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | গজনি প্রদেশ |
রাজধানী | খাজা উমারী |
খাজা উমারী আফগানিস্তানের গজনি প্রদেশের একটি জেলা।[২] এটি ২০০৫ সালে বৃহত্তর বাহরামী শহীদ জেলার অংশ হিসেবে গঠন করা হয়েছিল। ২০০৫ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ১৬,১০০ জন এর মত, যার মধ্যে ২০% পশতুন, ৩৫% তাজিক এবং ৪৫% হাজরা সম্প্রদায়ের লোকজনের বসবাস।[২] খাজা উমারী গ্রাম হচ্ছে জেলাটির কেন্দ্রীয় অঞ্চল।
দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে খরা কম এবং আবাদযোগ্য জমি ৮০% ব্যবহার করা হয়।[২] আয়ের প্রধান উৎস কৃষি, কিন্তু গজনিতে অনেক কাজ রয়েছে এবং অন্যান্য জেলার তুলনায় বেকারত্বের হার অনেক কম।
আফগানিস্তানের গজনি প্রদেশ এর অঞ্চল বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |