খান সাহেব হলেন খান (নেতা) এবং সাহেব (মাস্টার) এর একটি যৌগ - এটি ছিল সম্মান এবং সম্মানের একটি আনুষ্ঠানিক উপাধি, যা মূলত মুসলিমদের দেওয়া হয়, তবে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যেরপার্সি, ইরানি এবং ইহুদিদেরও দেওয়া হয়েছিল। [১] এটি ছিল খান বাহাদুরের চেয়ে এক সম্মানে কিছু কম, কিন্তু খানের উপাধির সম্মানের চেয়ে বেশি।
খেতাবটি একটি খেতাব প্রতীক এবং একটি উদ্ধৃতি (বা সনদ )সহ দেওয়া হয়েছিল এবং প্রাপক তার নামের সাথে শিরোনামটি উপসর্গ করার অধিকারী ছিলেন। ভাইসরয় এবং ভারতের গভর্নর-জেনারেল কর্তৃক ব্রিটিশ ভারত সরকারের পক্ষ থেকে এই উপাধিটি প্রদান করা হয়। [২]
"খান সাহেব" উপাধিটি মূলত মুঘল সাম্রাজ্য দ্বারা মুসলিম প্রজাদের জনসেবার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হত এবং একই উদ্দেশ্যে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যতে এটি গৃহীত হয়েছিল। ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের হিন্দু প্রজারা "রায় সাহেব" উপাধিতে ভূষিত হয়। যেহেতু পার্সি এবং ইহুদি প্রজাদের জন্য আলাদা কোনো উপাধি ছিল না, ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য পার্সি এবং ইহুদি প্রজাদেরও খান সাহেবের মুসলিম উপাধি প্রদান করে। [১]
নিচে উল্লিখিত প্রাপকদের কালানুক্রমিক তালিকা সম্পূর্ণ নয়।
১৯০৪ ব্যক্তিগত অবদানের জন্য খান সাহেব কর্মালি জোসাব।
১৯১২, ইসমাইল মেরাঠি, ভারতীয় কবি এবং শিক্ষাবিদ, তাঁর সাহিত্য ও শিক্ষামূলক পরিষেবার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়। [৩]
১৯৩৪, মীর আফজাল খান, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, ২২ তম ভাইসরয় এবং ভারতের গভর্নর-জেনারেল, দ্য আর্ল অফ উইলিংডন কর্তৃক পুরস্কৃত মেধাবী পুলিশ পরিষেবার জন্য [৬]
কর্নেল খান মুহাম্মদ খা-এর খান সাহেব খেতাব
পাকিস্তানের আজাদ কাশ্মীরের পুঞ্চ থেকে কর্নেল খান মুহম্মদ খানকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতের ভাইসরয় এবং গভর্নর-জেনারেল কর্তৃক ১১ জুন ১৯৪২ সালে কাশ্মীরের জনগণের প্রতি তার প্রতিশ্রুতি এবং নিঃস্বার্থ সেবার জন্য খান সাহেব উপাধি দেওয়া হয়। [৭]
খান শায়েব মোঃ ইউসুফ উদ্দিন সরকার, বুড়িরহাট, তারাগঞ্জ, রংপুর, বাংলাদেশের রংপুরের তারাগঞ্জের আলমপুর, কুর্শা, হরিয়াল কুঠি, ইকোরচালি, সোয়ার, রাধানগর এলাকায় হিন্দু-মুসলিম দাঙ্গা নিয়ন্ত্রণ করার জন্য তাঁর অঙ্গীকার এবং নিঃস্বার্থ অসাধারণ সেবার জন্য যার ফলে অনেক প্রাণ বাঁচে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভাইসরয় এবং ভারতের গভর্নর জেনারেল কর্তৃক ১৯৪৭ সালে 'খান সাহেব' উপাধিতে ভূষিত হন।[তথ্যসূত্র প্রয়োজন]
↑Government of Bengal. "The Bengal Civil List (Published annually). Corrected up to 1st July 1944". No. 279. Part II - List of Persons in Bengal Holding Titles Conferred or Recognized by His Excellency The Viceroy Page 446
↑Azam, K.M., Hayat-e-Sadeed: Bani-e-Dar ul Islam Chaudhry Niaz Ali Khan (A Righteous Life: Founder of Dar ul Islam Chaudhry Niaz Ali Khan), Lahore: Nashriyat, 2010 (583 pp., Urdu) আইএসবিএন৯৭৮-৯৬৯-৮৯৮৩-৫৮-১
↑"Archive copy"। Ittefaq.Com। ২০০৯-১০-৩০। ২ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-১৭।
↑Yagana e Kashmir by Brig M. Sadiq Khan and Dr Ghulam Hussain Azhar