খানাশিন ریگ خان شین | |
---|---|
জেলো | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩০°৫০′ উত্তর ৬৩°২৯′ পূর্ব / ৩০.৮৩° উত্তর ৬৩.৪৮° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | হেলমান্দ প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[২] | |
• মোট | ২৫,৬০০ |
রেগ (খানাশিন) জেলা আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা। জেলাটি হেলমান্দ নদীকে সাথে নিয়ে ওয়েস্টার্ন ব্যাংককে এর সাথে মিলিত হয়েছে। এখানকার জনসংখ্যা প্রায় ২৫,৬০০,[২] (যার ৮০% পশতু সম্প্রদায়ের এবং ২০% বেলোচী সম্প্রদায়ের।[৩] খানাশিন হচ্ছে জেলাটির প্রধান গ্রাম।
জেলাটি প্রায় সকল জায়গা মরুভূমিতে দখল করে আছে এবং প্রায় সকল গ্রামই হেলমান্দ নদী বরাবরে অবস্থান করছে। জেলাটিতে খরা চরমভাবে প্রভাবিত হয় এবং কৃষিক্ষেত্র ধ্বংসপ্রাপ্ত হয়। বেকারত্বের হার প্রায় ৮০% এর উপরে লক্ষ্য করা যায়।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ এর অঞ্চলভিত্তিক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |