খামোশিয়াঁ | |
---|---|
পরিচালক | কারান দারা |
প্রযোজক | মাহেশ ভাট (Presenter) মুকেশ ভাট |
রচয়িতা | বিক্রাম ভাট |
শ্রেষ্ঠাংশে | আলি ফজল স্বপ্না পাব্বি গুরমিত চৌধুরী |
সুরকার | গান: জিৎ গাঙ্গুলী অঙ্কিত তিওারি ববি ইমরান নাভাদ জাফর আবহসঙ্গীত: রাজু সিং |
চিত্রগ্রাহক | নিগাম বোমযান |
সম্পাদক | কুলদিপ কে. মেহান |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ফক্স স্টার স্টুডিওস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | প্রা. ₹ ১৪.০২ কোটি (ইউএস$ ১.৭১ মিলিয়ন)[২][৩] |
খামোশিয়াঁ (হিন্দি: खामोशियाँ, অনুবাদ 'নীরবতা') বিক্রাম ভাটের লেখা ২০১৫ সালের একটি রোমান্টিক এবং ভৌতিক উপধারার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন নবাগত পরিচালক কারান দারা এবং প্রযোজনা সংস্থা ভিশেশ ফিল্মস এর ব্যনারে প্রযোজনা করেন মাহেশ ভাট ও মুকেশ ভাট।
চলচ্চিত্রটির মুখ্যভুমিকায় আলি ফাযাল, স্বপ্না পাব্বি এবং গুরমিত চৌধুরীকে দেখা যায়। চলচ্চিত্রটি ২৩ জানুয়ারি ২০১৫ তে মুক্তি পাওয়ার কথা থাকলেও ৩০ জানুয়ারি ২০১৫ তে মুক্তি পায়। বক্স অফিস ইন্ডিয়া চলচ্চিত্রটিকে মধ্যমানের বলে ঘোষণা করে। [৪]
২০১৪ সালের মাঝামাঝি সময়ে গুরমিত চৌধুরী, আলি ফজল এবংস্বপ্না পাব্বিকে প্রধান চরিত্রগুলোর জন্য চূড়ান্ত করা হয়।[১] মে ২০১৪ তে জানা যায় গুরমিত চৌধুরী খল চরিত্রে অভিনয় করবেন। [৫] ২০১৪ সালের জুন মাসে অভিনেত্রী স্বপ্না পাব্বি তার অভিনয় জীবনে প্রথমবারের মতো কোন প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। ভিশেশ ফিল্মস তার সাথে তিনটি চলচ্চিত্রের জন্য চুক্তি করে।[৬] আলি ফজল তার এক সাক্ষাৎকারে বলেন তিনি চলচ্চিত্রটিতে একজন রোমান্টিক লেখকের ভূমিকায় অভিনয় করবেন।[৭] মাহেশ ভাট তার সাক্ষাৎকারে বলেন, রোমান্টিকতার সাথে সাথে ছবিটির একটি ভৌতিক দিক রয়েছে।[৮] গানগুলোর সুর করবেন অঙ্কিত তিওয়ারি[৯]
প্রথম ধাপে ২০১৪ সালের ৫ই জুন ছবিটির শুটিং শুরু হয়[১০] এবং শেষ হয় একই বছরের আগস্ট মাসে।[১১] দ্বিতীয় ধাপে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ১৫ দিনের জন্য কাশ্মীরে শুটিং হলেও [১২] বন্যার কারণে তা দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করতে হয়।[১৩] ২০১৪ সালের ২১ অক্টোবর কেপ টাউনে শুটিং শুরু হয়[১৪] এবং চলচ্চিত্রটিতে যে বনভূমি দেখা যায় এগুলো মূলত কেপ টাউনের।[১৫]
খামোশিয়া চলচ্চিত্রের অফিশিয়াল ট্রেলার জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এ প্রকাশ পায়।[১৬] ভিডিওটিতে চলচ্চিত্রটির লোগো প্রকাশ করা হয়, পরিচয় করানো হয় চরিত্রগুলোর সাথে তবে পুরো ভিডিওজুড়েই ছিল শুধু আবহসঙ্গীত।[১৭] চলচ্চিত্রটির গানগুলো মাটির নিচে প্রকাশ করা হয় এবং মাটির নিচে গান প্রকাশ করা প্রথম হিন্দি ছবি এটিই।[১৭]
চলচ্চিত্রটির প্রচারের স্বার্থে প্রযোজকগণ একটি বই এবং ভিডিওগেম প্রকাশ করেন। বইটিতে খামোশিয়া এবং বিক্রম ভাটের আরও দুটি চলচ্চিত্রঃ- ১৯২০ এবং 1920: Evil Returns এর মূলগল্প রয়েছে। [১৮][১৯] অন্যদিকে গেমটিতে রয়েছে বিভিন্ন চরিত্রের সাথে বিভিন্ন গল্প।[১৭]
খামোশিয়া | |
---|---|
| |
মুক্তির তারিখ | ২৬ ডিসেম্বর ২০১৪ |
ঘরানা | চলচ্চিত্রের গান |
দৈর্ঘ্য | ৪৭:০৯ |
সঙ্গীত প্রকাশনী | শনি মিউজিক |
প্রযোজক | মাহেশ ভাট (Presenter) মুকেশ ভাট |
সাইদ কুয়াদ্রি এবং রশ্মি সিং কথায় খামোশিয়া চলচ্চিত্রের গানগুলোতে সুর করেন অঙ্কিত তিওয়ারি, জিৎ গাঙ্গুলী, নাভাদ জাফর এবং ববি ইমরান।
১০ ডিসেম্বর ২০১৪ তে মুক্তি পায় চলচ্চিত্রটির প্রথম গান খামোশিয়া। এতে কণ্ঠদেন অরিজিত সিং এবং সুর করেন জিৎ গাঙ্গুলী। ১৯ ডিসেম্বর মুক্তি পায় দ্বিতীয় গান তু হার লামহা। এটিতেও কণ্ঠদেন অরিজিত সিং তবে সুর করেন ববি ইমরান।
এছাড়াও চলচ্চিত্রটির প্রয়োজনে মহল (১৯৪৯) এর আয়েগা আনে ওয়ালা গানটির স্বত্ব কিনে নেওয়া হয়।[২০]
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | Singer(s) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "খামোশিয়া (Title Track)" | রাশ্মি সিং | জিৎ গাঙ্গুলি | অরিজিত সিং | ৫:৩০ |
২. | "তু হার লামহা" | সাইদ কুয়াদ্রি | ববি-ইমরান, রাজদীপ মুখার্জী | অরিজিত সিং | ৪:৩২ |
৩. | "বাতে য়ে কাভি না (পুরুষ)" | সাইদ কুয়াদ্রি | জিৎ গাঙ্গুলি | অরিজিত সিং | ৪:৪৯ |
৪. | "ক্যা খইয়া" | রাশ্মি সিং | নাভেদ জাফার | নাভেদ জাফার | ৫:২৮ |
৫. | "বাতে য়ে কাভি না (নারী)" | সাইদ কুয়াদ্রি | জিৎ গাঙ্গুলি | পলক মুছল | ৪:৪৯ |
৬. | "সুবান আল্লাহ্" | সাইদ কুয়াদ্রি | ববি-ইমরান | অনুপম আমোদ, ইমরান আলি | ৪:৩১ |
৭. | "ভিগ লু (পুরুষ)" | আভেন্দ্রা কুমার উপাধ্যায় | আঙ্কিত তিওারি | আঙ্কিত তিওারি | ৪:০৭ |
৮. | "ভিগ লু (নারী)" | আভেন্দ্রা কুমার উপাধ্যায় | আঙ্কিত তিওারি | প্রকৃতি কক্কর | ৪:০৭ |
৯. | "খামোশিয়া (আনপ্লাগড্)" | রাশ্মি সিং | জিৎ গাঙ্গুলি | অরিজিত সিং | ২:৩০ |
১০. | "তু হার লামহা (রিমিক্স)" | সাইদ কুয়াদ্রি | ববি-ইমরান | অরিজিত সিং, ডিজে এঞ্জেল | ৪:১৮ |
১১. | "ভিগ লু (নারী-রিমিক্স)" | আভেন্দ্রা কুমার উপাধ্যায় | আঙ্কিত তিওারি | প্রকৃতি কক্কর, ডিজে এঞ্জেল | ৩:১৫ |
১২. | "খামোশিয়া (ম্যাশআপ)" | ডিজে এঞ্জেল | ২:১৮ | ||
১৩. | "খামোশিয়া (নারী সংস্করণ)" | রাশ্মি সিং | জিৎ গাঙ্গুলি | আমিকা শালি | ২:৫৮ |
মোট দৈর্ঘ্য: | ৪৭:০৯ |
Mid-Day.com এর শাক্তি শেটি খামোশিয়ার সাথে আলফ্রেড হিচকক এর সাইকো ( Psycho) এবং রবার্ট জেমেচকিস এর হোয়াট লাইস বেনেয়াথ (What Lies Beneath) এর সাথে কিছু মিল খুঁজে পান।[২১][২১]
পুরস্কার | শ্রেণী | প্রাপক এবং মনোনীত | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|
৮ম মিরচি সঙ্গীত পুরস্কার | সেরা গানের প্রকৌশলী (রেকর্ড করা ও মিশ্রণ করা) | পঙ্কজ বরাহ এবং এরিক পিল্লাই - "খামোশিয়া" | মনোনীত | [২২] |