খাস উরুজগন Khas Urozgan خاص اروزگان | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে জেলাটির অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৩°০০′০০″ উত্তর ৬৬°৪১′২৪″ পূর্ব / ৩৩.০০০০০° উত্তর ৬৬.৬৯০০০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ওরুজগন |
খাস উরুজগন (দারি: خاص اروزگان, এছাড়াও বানান করা হয়ে থাকে খাশ ওরুজগন) আফগানিস্তানের ওরুজগন প্রদেশের একটি অন্যতম জেলা।[১]
জেলাটি গঠন করা হয়েছে মূলতঃ জেলা প্রশাসক, পুলিশ প্রধান, ৪ জন জেলা পরিষদ, ৪ জন উলেমা শূরা এবং ২ জন বিচারক আদালতে উপস্থিতির সমন্বয়ে। ২০০৮ সালের বসন্ত পর্যন্ত, জেলাটিতে কাউন্সিলের সংখ্যা ছিল ৮ জন, যেখানে তালিবানদের হুমকির প্রায় অর্ধেকের মত পদত্যাগের জন্য বাধ্য করা করেছিল।[২] ২০১০ সালের নভেম্বরে, জেলা জুড়ে প্রায় ৩০০টিরও বেশি উপজাতীয় প্রাচীন ও ধর্মীয় নেতারা প্রথম জেলা পরিষদে নির্বাচিত হন।[৩]
আফগানিস্তানের, ওরুজগন প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |