খিড়কী | |
---|---|
নির্মাতা | সাব টিভি |
ভিত্তি | সত্য কাহিনী এবং কল্পকাহিনী |
উপস্থাপক | জমনাদাস মাজেথিয়া |
অভিনয়ে | নিচে দেখুন |
উদ্বোধনী সঙ্গীত | খিড়কী...খিড়কী |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ২০ |
নির্মাণ | |
প্রযোজক | জমনাদাস মাজেথিয়া |
নির্মাণের স্থান | মুম্বাই, ভারত |
নির্মাণ কোম্পানি | হ্যাটস অফ প্রোডাকশন |
পরিবেশক | সনি পিকচারস নেটওয়ার্ক |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সাব টিভি |
মূল মুক্তির তারিখ | ২৮ জুন ২০১৬ ১২ ডিসেম্বর ২০১৬ | –
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
খিড়কী: হামারি ফানি কাহানী (হিন্দি: खिड़की: हमारी फनी कहानी) হলো একটি ভারতীয় মিনি সিরিজ, যেটি ২৮ জুন ২০১৬ হতে সম্প্রচারিত হওয়া শুরু হয়। এই নাটকটি সাব টিভি এবং হ্যাটস অফ প্রোডাকশনের যৌথ প্রযোজনায় প্রচারিত হচ্ছে। এই নাটকটি টুইটারে ১৪০ অক্ষরের মধ্যে টুইট করা মজার কাহিনীর ওপর তৈরি।[১][২][৩] এই নাটকের কাস্টিং ডিরেক্টর হলেন ভিনিত পাণ্ডে।
নাটকটি সম্প্রচারের পূর্বে বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের গল্প পাঠানোর জন্য উৎসাহিত করা হয়। দর্শকদের পাঠানো গল্প হতে অনন্য এবং মজাদার গল্পগুলোই সম্প্রচার করা হয়।
খিড়কী ভারতীয় টেলিভিশন জগতে প্রথম নাটক, যেটির প্রস্তুতকারক সাধারণ মানুষ হতে তাদের নাটকের কাহিনী সংগ্রহ করে। সাব টিভি এই মঞ্চটি তৈরি করেছে যেন লাখো পরিবার তাদের পরিবারে ঘতে যাওয়া মজার ঘটনা পুর বিশ্বের সামনে উপস্থাপন করতে পারে। সাব টিভির বিজনেস প্রধান অনুজ কাপুর বলেন:
"আমরা সাব টিভিতে সবসময় দর্শকদের জন্য অনন্য কিছু উপস্থাপন করি। এই নাটকটির মাধ্যমে, আমরা পৃথিবীর সকল পরিবারের মজার কাহিনী বলার দ্বার উন্মোচন করলাম। সাব টিভিতে সে সব কাহিনী প্রতি সপ্তাহে দেখানো হবে।
— অনুজ কাপুর - bollywoodbindass.com.[৪]
গল্প নং. | গল্পের নাম | যার ওপর উপর ভিত্তি করে গল্পটি তৈরি |
চলমান তারিখ |
---|---|---|---|
০১ | আঞ্জু কি শাদী | দ্বারকার অশোক থাক্করের বাস্তব পরিবারিক গল্প | ২৮ জুন ২০১৬[৫] – ৪ জুলাই ২০১৬[৬] |
০২ | গোবিন্দ গোবিন্দ | হায়দ্রাবাদের ললিতা স্বামীর বাস্তব পরিবারিক গল্প | ৫ জুলাই ২০১৬[৭] – ১২ জুলাই ২০১৬[৮] |
০৩ | টিফিন চোর | মিরাটের আলোকনাথ ত্রিপাঠীর বাস্তব পরিবারিক গল্প | ১৩ জুলাই ২০১৬[৯] – ২০ জুলাই ২০১৬[১০] |
০৪ | গুরু দক্ষিণা | মুম্বাইয়ের পণ্ডিত সতিশ প্রশমের বাস্তব পরিবারিক গল্প | ২০ জুলাই ২০১৬[১১] – ২৬ জুলাই ২০১৬[১২] |
০৫ | মঙ্গল সেনের প্রেমপত্র | হরিদ্বার জেলাএর মঙ্গল সেনের বাস্তব ভালোবাসার গল্প | ২৭ জুলাই ২০১৬[১৩] – ২৯ জুলাই ২০১৬[১৪] |
০৬ | কেয়া কারে কেয়া না কারে? | আহমেদাবাদের প্রফেসর হাসমুখ জবনপুত্রের বাস্তব জীবনের অভিজ্ঞতা | ১ আগস্ট ২০১৬[১৫] – ৮ আগস্ট ২০১৬[১৬] |
০৭ | ১৯৪৭ কি বাত হে | গুজরাতের বৈপ্লবিক চন্দ্রকান্ত যোশীর বাস্তব পরিবারিক গল্প | ৯ আগস্ট ২০১৬[১৭] – ১৫ আগস্ট ২০১৬[১৮] |
০৮ | কাঙ্গি নে মিলা ডি জরী | পাঞ্জাবের বালভিন্দার খান্নার বাস্তব পরিবারিক গল্প | ১৬ আগস্ট ২০১৬[১৯] – ২২ আগস্ট ২০১৬[২০] |
০৯ | ছান্নো ভাগ গায়ি | মুম্বাইয়ের রনবীর সাইনির বাস্তব পরিবারিক গল্প | ২২ আগস্ট ২০১৬[২১] – ২৬ আগস্ট ২০১৬[২২] |
১০ | ফোর ইডিয়টস | মধ্য প্রদেশের বিক্রম, সার্থক, নিতিন এবং মেহুলের বাস্তব জীবনের গল্প | ২৯ আগস্ট ২০১৬[২৩] – ১ সেপ্টেম্বর ২০১৬[২৪] |
১১ | ভুলাক্কাড় | হায়দ্রাবাদের চৈতন্য কুমারের বাস্তব পরিবারিক গল্প | ২ সেপ্টেম্বর ২০১৬[২৫] – ৮ সেপ্টেম্বর ২০১৬[২৬] |
১২ | গ্যাং অফ গণেশ | মুম্বাইয়ের তুফান গ্যাংয়ের বাস্তব জীবনের গল্প | ৯ সেপ্টেম্বর ২০১৬[২৭] – ১২ সেপ্টেম্বর ২০১৬[২৮] |
১৩ | ভূতনি বানি মেহমান | গুজরাতের রমানিক জটিয়ালার বাস্তব জীবনের গল্প | ১৩ সেপ্টেম্বর ২০১৬[২৯] - ১৯ সেপ্টেম্বর ২০১৬[৩০] |
১৪ | হার এক ফ্রেন্ড নমুনা হোতা হে | সুরাটের প্রেম এবং রাজুর বাস্তব জীবনের গল্প | ২১ সেপ্টেম্বর ২০১৬[৩১] - ২৬ সেপ্টেম্বর ২০১৬[৩২] |
১৫ | হাম সাথ সাথ হে | জলন্ধরের কিরণ এবং সিমরানের বাস্তব জীবনের গল্প | ২৭ সেপ্টেম্বর ২০১৬[৩৩] - ৭ অক্টোবর ২০১৬[৩৪] |
১৬ | ৯ সাল কি দাদীমা | ১০ অক্টোবর ২০১৬[৩৫] - বর্তমান |
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)