খুফিয়া | |
---|---|
![]() অফিসিয়াল পোস্টার | |
পরিচালক | বিশাল ভরদ্বাজ |
প্রযোজক | রেখা ভরদ্বাজ |
রচয়িতা | রোহান নারুলা বিশাল ভরদ্বাজ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | বিশাল ভরদ্বাজ |
চিত্রগ্রাহক | ফরহাদ আহমেদ |
সম্পাদক | এ. শ্রীকর প্রসাদ |
প্রযোজনা কোম্পানি | ভিবি ফিল্মস প্রোডাকশন |
পরিবেশক | নেটফ্লিক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
খুফিয়া ( অনু. অজ্ঞাত ) ২০২৩ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার স্পাই থ্রিলার চলচ্চিত্র, এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ ।[১] এটি অমর ভূষণের গুপ্তচরবৃত্তি উপন্যাস এস্কেপ টু নোহোয়ার অবলম্বনে নির্মিত। এতে অভিনয় করেছেন টাবু, আলী ফজল, ওয়ামিকা গাব্বি, আশিস বিদ্যার্থী, আজমেরি হক বাঁধন এবং অ্যালেক্স ও'নেল।[২][৩] চলচ্চিত্রটি ২০২৩ সালের ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায়।[৪]
কৃষ্ণ মেহরা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং- এর একজন কর্মকর্তা। যিনি গোপনে অভিযান পরিচালনা করছেনে।
২০২১ সালের সেপ্টেম্বরে ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।[৬] টাবু, আলী ফজল এবং ওয়ামিকা গাব্বি প্রাথমিকভাবে ভূমিকায় অভিনয় করেছিলেন, বাংলাদেশী অভিনেত্রী আজমেরি হক বাঁধন হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন।[৭]
প্রধান ফটোগ্রাফি ২০২১ সালের অক্টোবরে শুরু হয়েছিল।[৮][৯] চলচ্চিতটি চিত্রায়ন এপ্রিল ২০২২ থেকে শুরু হয়।[১০][১১][১২]
২০২১ সালের সেপ্টেম্বরে, চলচ্চিত্রটির একটি সংক্ষিপ্ত ক্লিপ একটি ইভেন্ট থেকে প্রকাশ করা হয়েছিল।[১৩]
চলচ্চিত্রটি ২০২৩ সালের ৫ অক্টোবর ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পায়।[৪]