খুমুজাম তোম্বি দেবী একজন ভারতীয় জুডোকা , তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের বেইজিংয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ৪৮ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। প্রাথমিক রাউন্ডে পর্তুগালের আনা হর্মেগোর কাছে হেরে গিয়েছেলেন। [১]