খুরশিদ বানু | |
---|---|
![]() ১৯৪০ সালের হোলি চলচ্চিত্রে খুরশিদ বানু | |
জন্ম | ইরশাদ বেগম ১৪ এপ্রিল, ১৯১৪ |
মৃত্যু | ১৮ এপ্রিল ২০০১[১] | (বয়স ৮৭)
পেশা | অভিনেত্রী, নেপথ্য সঙ্গীতশিল্পী |
কর্মজীবন | ১৯৩১–১৯৪৮, ১৯৫৬ |
দাম্পত্য সঙ্গী | লালা ইয়াকুব (বি. ১৯৪৯; বিচ্ছেদ. ১৯৫৬) ইউসুফ ভাই মিয়া[১] |
সন্তান | ৩ |
খুরশিদ বানু ( পাঞ্জাবি, উর্দু: خورشید بانو ; ১৪ এপ্রিল ১৯১৪- ১৮ এপ্রিল ২০০১) ছিলেন একজন গায়িকা এবং অভিনেত্রী এবং ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ। ১৯৪৮ সালে পাকিস্তানে পাড়ি জমানোর আগে ১৯৩০ এবং ১৯৪০-এর দশকে তিনি চলচ্চিত্রজগতে পুরোদমে কাজ করেছিলেন।[১] লায়লা মজনু (১৯৩১) চলচ্চিত্র দিয়ে আত্মপ্রকাশ করে তিনি ভারতের ত্রিশেরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি অভিনেতা-গায়ক কুন্দন লাল সায়গলের সাথে তাঁর তানসেন (১৯৪৩) চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত, এতে তাঁর অনেক স্মরণীয় গান ছিল।[২][৩] তার প্রকৃত নাম ইরশাদ বেগম।
খুরশিদ বানু লাহোরের নিকটবর্তী কসুর জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তিনি আল্লামা ইকবালের বাড়ির পাশের ভাট্টি গেট এলাকায় বসবাস করতেন।[১][৪]
খুরশিদ বানু তার ৮৭ তম জন্মদিনের চার দিন পরে ২০০১ সালের ১৮ এপ্রিলে পাকিস্তানের করাচিতে মৃত্যুবরণ করেছিলেন। [১]