খোকাবাবু | |
---|---|
পরিচালক | ডি. শঙ্কর আইয়া |
প্রযোজক | অশোক ধানুকা হিমাংশু ধানুকা |
রচয়িতা | শায়ক গঙ্গোপাধ্যায় |
কাহিনিকার | শ্রীনু ভাইটলা |
শ্রেষ্ঠাংশে | দেব শুভশ্রী গাঙ্গুলী ফেরদৌস আহমেদ |
সুরকার | ঋষি চন্দ |
চিত্রগ্রাহক | সৃশা রায় |
সম্পাদক | মোহাম্মদ কালাম খান সৈকত সেনগুপ্ত |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | এসকে মুভিজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
খোকাবাবু ২০১২ সালের শঙ্কর আইয়া পরিচালিত একটি ভারতীয় বাংলা অ্যাকশন কমেডি চলচ্চিত্র।[১] ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব, শুভশ্রী গাঙ্গুলী, ফেরদৌস এবং লাবনী সরকার ।[২] এটি ২০০৭ সালের তেলুগু চলচ্চিত্র ধীর পুনঃনির্মাণ।
এই চলচ্চিত্রটি আবীর রায়/খোকা/খোকাবাবু (দেব) একজন বুদ্ধিমান ছেলে। সে শঙ্কর দাস (ফেরদৌস আহমেদ) নামক এক ডনের কাছে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরি নেয়। সে তার সিনিয়র খাঁরা বসুর (শুভাশিষ মুখোপাধ্যায়) কাছ থেকে সব শিখে নেয়। খোকা কাজ সহজ করবার জন্য বিভিন্ন আধুনিক ব্যবস্থা করে। এমনকি কর কর্মকর্তার হাত থেকেও বাঁচায়। এদিকে সে শঙ্কর-এর বোন পূজার (শুভশ্রী গাঙ্গুলী) প্রেমে পড়ে যায়। যে পূজার দিকে তাকায় শঙ্কর তাকে ভয়ানক শাস্তি দেয়। এদিকে পূজাও খোকাকে ভালবেসে ফেলে। তারা গোপনে বিয়ে করে। খোকা জানতে পারে বাল্লু (আশীষ বিদ্যার্থী) সর্বদা চেষ্টা করে পূজাকে মারতে। কারণ তাহলে বোনকে হারিয়ে শঙ্কর কষ্ট পাবে। তখনও শঙ্কর তাদের ভালবাসার কথা জানত না। কিন্তু পরে জানতে পারে।
একপর্যায়ে বাল্লু পূজাকে অপহরণ করে। বাল্লু কি পূজাকে মেরে ফেলবে? নাকি খোকা তাকে বাঁচাবে?
এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন ঋষি চন্দ এবং খোকা ৪২০ গানটি স্যাভি গুপ্ত।[৩]
নম্বর | গান | কণ্ঠশিল্পী | সময় (মিনিট:সেকেন্ড) |
---|---|---|---|
১ | "ডান্স মারে খোকাবাবু" (টাইটেল ট্র্যাক) | ঋষি চন্দ | |
২ | "সোনিয়ে তু জানিয়ে তু" | জুবিন গার্গ, জুন বন্দ্যোপাধ্যায় | |
৩ | "আমায় আদর কর" | কুনাল গাঞ্জাওয়ালা | |
৪ | "পেয়ার কা ঝটকা" | মিকা সিং, মমতা শর্মা | |
৫ | "তোরে নিয়ে যাই" | জুবিন গার্গ, মহালক্ষ্মী আইয়ের | |
৬ | "মন কান্দে প্রাণ কান্দে" | ঋষি চন্দ, রুপ কুমার রাঠোর | |
৭ | "মন কান্দে প্রাণ কান্দে" | রুপ কুমার রাঠোর (একক) | |
৮ | খোকা ৪২০ | দেব |
খোকাবাবু ১৫ মিলিয়ন রুপি এর সংগীত থেকে আয় করে এবং ১০০ মিলিয়ন রুপি এর স্বত্ব বিক্রি থেকে পায়। এরপর চলচ্চিত্রটি প্রথম দিনে ৪০ মিলিয়ন রুপি আয় করে। চলচ্চিত্রটি খুবই জনপ্রিয় হয় এবং মাত্র ১০০ দিনেই ৩৫০ মিলিয়ন রুপি আয় করে।[৪]
খোকাবাবু সর্বত্রই ভাল মতামত পায়। গোমোলো.কম ৩/৫ নাম্বার দিয়ে বলেছে দর্শকেরা খোকাবাবু দেখেই মোটেই অখুশি হবেন না, এতে সব প্রয়োজনীয় মশলাই রয়েছে। সুভম ভট্টাচার্য, টলিউড চলচ্চিত্রের তথ্যানুযায়ী একে ৭/১০ নাম্বার দিয়ে বলা হয়েছে, এটা সম্পূর্ণই বিনোদনধর্মী এবং আমরা সবাই এই চলচ্চিত্র দেখে বিরক্য হব না। বার্প (baarp) ৪/৫ নাম্বার দিয়ে বলেছে, এটা দেখার জন্য খুবই ভাল চলচ্চিত্র, পয়সা উসুল, সুন্দর কমেডি, ভাল গান, সুন্দর দৃশ্যায়ন। দ্য টাইমস অফ ইন্ডিয়া ও ৪/৫ নাম্বার দিয়েছে।