খোস্ত ফেরাং Khost Fereng خوست وفرنگ | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৫°৫৪′০০″ উত্তর ৬৯°৪০′১২″ পূর্ব / ৩৫.৯০০০০° উত্তর ৬৯.৬৭০০০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | বাগলান প্রদেশ |
খোস্ত ওয়া ফেরাং আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকা বাগলান প্রদেশের হিন্দু কুশ পর্বতমালায় অবস্থিত একটি জেলা। এটি খোস্ত ওয়া ফেরাং এর রাজধানী শহর। ২০১১-২০১২ সালে জেলাটির আনুমানিক জনসংখ্যা প্রায় ৬০৩০০ ছিল বলে ধারণা করা হয়,[২] যেখানে জাতিগতভাবে মোট জনসংখ্যার ৯০% লোক তাজিক এবং ১০% হাজারা বসবাস করে থাকে।
জেলা পরিলেখ:[৩]
আফগানিস্তানের, বাগলান প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |