গগনদীপ কাং | |
---|---|
জন্ম | ৩ নভেম্বর ১৯৬২ |
জাতীয়তা | Indian |
মাতৃশিক্ষায়তন | Christian Medical College, Vellore |
পুরস্কার | Infosys Prize (2016) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Infectious disease Vaccines Enteric infections Water Sanitation[১] |
প্রতিষ্ঠানসমূহ | Christian Medical College, Vellore Baylor College of Medicine |
ওয়েবসাইট | cmcwtrl |
গগনদীপ কাং এফএনএ, এফএসসি, এফআরএস[২] (জন্ম: নভেম্বর ৩, ১৯৬২) একজন ক্লিনিশিয়ান বিজ্ঞানী এবং ভারতের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। [১] এছাড়াও ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত ট্রান্সলেশনাল স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, এর অধিকর্তা। এটি ফরিদাবাদে অবস্থিত। .[৩] শিশুদের মধ্যে ভাইরাল সংক্রমণ এবং রোটাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষায় নিয়োজিত গবেষণার একজন অগ্রপথিক তিনি। শিশুরা প্রাথমিক জীবনে সংক্রামিত হলে তার দীর্ঘমেয়াদী প্রভাব, স্যানিটেশন এবং জল নিরাপত্তায সংক্রান্ত বিষয় নিয়েও গবেষণা করেন। তিনি ২০১৬ সালে মর্যাদাপূর্ণ ইনফোসিস পুরস্কার, -এ ভূষিত হয়েছেন জীবন বিজ্ঞানে রোটাভাইরাস এবং অন্যান্য সংক্রামক রোগের ইতিহাস সম্পর্কিত গবেষণার কারণে.[৩][৪][৫]। ২০১৯ সালে তিনি ইংল্যান্ডের বিখ্যাত এবং মর্যাদাপূর্ণ রয়াল সোসাইটির ফেলো নির্বাচিত হ্ন। সোসাইটির ৩৬০ বছরের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি এই সম্মানের অধিকারী হয়েছেন। https://www.ndtv.com/science/gagandeep-kang-is-first-indian-woman-to-be-elected-royal-society-fellow-2025717
গগনদীপ কাং ১৯৮৭ সালে ব্যাচেলর অফ মেডিসিন ও ব্যাচেলর অফ সার্জারি(এমবিবিএস) ও ১৯৯১ সালে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ থেকে মাইক্রোবায়োলজিতে তার এমডি সম্পন্ন করেন এবং ১৯৯৮ সালে পিএইচডি অর্জন করেন।.[৩] তিনি রয়েল কলেজ অফ প্যাথোলজিস্টস এর সদস্য হন এবং ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে ফিরে আসার আগে হিউস্টন এর বায়লার কলেজ অফ মেডিসিনের মেরি কে। এস্টেসের সাথে পোস্টডক্টরাল গবেষণা করেন।