غزنویان গজনভি সাম্রাজ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
৯৭৭–১১৮৬ | |||||||||||||||||
গজনভি সাম্রাজ্যের সর্বোচ্চ সীমা | |||||||||||||||||
রাজধানী | গজনা (৯৭৭–১১৬৩) লাহোর (১১৬৩–১১৮৬)[১] | ||||||||||||||||
প্রচলিত ভাষা | ফারসি (সরকারি ও আদালত;লিঙ্গুয়া ফ্রাঙ্কা)[২][৩] আরবি (ধর্মীয়) তুর্কি (সামরিক)[৪] | ||||||||||||||||
ধর্ম | সুন্নি ইসলাম | ||||||||||||||||
সরকার | সাম্রাজ্য | ||||||||||||||||
সুলতান | |||||||||||||||||
• ৯৭৭–৯৯৭ | সবুক্তগিন (প্রথম) | ||||||||||||||||
• ১১৬০–১১৮৬ | খসরু মালিক (শেষ) | ||||||||||||||||
উজির | |||||||||||||||||
• ৯৯৮–১০১৩ | আবুল হাসান ইসফারাইনি (প্রথম উল্লেখিত) | ||||||||||||||||
• ১২ শতক | আবুল মালি নাসরাল্লাহ (শেষ উল্লেখিত) | ||||||||||||||||
ঐতিহাসিক যুগ | মধ্য যুগ | ||||||||||||||||
• প্রতিষ্ঠা | ৯৭৭ | ||||||||||||||||
• বিলুপ্ত | ১১৮৬ | ||||||||||||||||
আয়তন | |||||||||||||||||
১০২৯ est. | ৩৪,০০,০০০ বর্গকিলোমিটার (১৩,০০,০০০ বর্গমাইল) | ||||||||||||||||
| |||||||||||||||||
বর্তমানে যার অংশ |
গজনভি রাজবংশ (ফার্সি: غزنویان) ছিল তুর্কি-পারসিয়ান উৎসের একটি মুসলিম রাজবংশ।[৫][৬][৭] সাম্রাজ্যের সর্বোচ্চ সীমায় তা পারস্যের বিরাট অংশ, ট্রান্সঅক্সানিয়ার অধিকাংশ এবং ভারতীয় উপমহাদেশের উত্তরাংশ নিয়ে গঠিত ছিল। এর স্থায়িত্বকাল ছিল ৯৭৭ থেকে ১১৮৬ সাল পর্যন্ত।[৮][৯][১০] সবুক্তগিন তার শ্বশুর আল্প তিগিনের মৃত্যুর পর ইনি গজনির (বর্তমান আফগানিস্তানের গজনি প্রদেশ) শাসক হন ও এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। আল্প তিগিন ছিলেন হিন্দুকুশের উত্তরে বৃহত্তর খোরাসান অঞ্চলের সামানিদের সাবেক সেনাপতি।[৬]
রাজবংশটি মধ্য এশিয়ার তুর্কি বংশোদ্ভুত হলেও তা ভাষা, সংস্কৃতি, সাহিত্য ও অভ্যাসের দিক থেকে পারস্যায়িত হয়ে যায়।[১১][১২][১৩][১৪] তাই কেউ কেউ এটিকে তুর্কি না বলে “পারস্য রাজবংশ” উল্লেখ করেন।[৮][১০][১৫][১৬][১৭][১৮][১৯][২০][২১]
সবুক্তগিনের পুত্র মাহমুদ গজনভি সামানিদের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন।[২২] তিনি পূর্বে আমু দরিয়া, সিন্ধু অববাহিকা ও ভারত মহাসাগরের দিকে এবং পশ্চিমে রাই ও হামাদানে (বর্তমান ইরানের অন্তর্গত) গজনভি সাম্রাজ্যের বিস্তার ঘটান। প্রথম মাসুদের শাসনামলে গভনভি রাজবংশ দান্দানাকানের যুদ্ধের পর সেলজুকদের কাছে তার পশ্চিম অংশে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে।[২৩][২৪] ১১৫১ সালে সুলতান বাহরাম শাহ ঘুরি রাজবংশের রাজা আলাউদ্দিন হুসাইনের কাছে গজনি হারান।
# | উপাধি | নাম | রাজত্বকাল | পরের শাস্ক | নোট |
---|---|---|---|---|---|
১ | নাসির-উদ-দ্বীন ? |
সবুক্তগীন | ৯৭৭–৯৯৭ | ||
২ | উপাধি নেই | ইসমাইল | ৯৯৭–৯৯৭(৭ মাস) | সবুক্তগীনের কনিষ্ঠ ছেলে | |
৩ | ইয়ামিন আদ-দৌলা یمین الدولہ ابو لقاسم |
মাহমুদ | ৯৯৭–১০৩০ | সবুক্তগীনের বড় ছেলে |
Though Turkic in origin […] Alp Tegin, Sebuk Tegin and Mahmud were all thoroughly Persianized