গজনি জেলা আফগানিস্তান উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত গজনি প্রদেশের একটি জেলা। জেলাটির রাজধানী শহরের নাম হচ্ছে গজনি, এছাড়াও এটি গজনি প্রদেশের রাজধানীও হিসেবেও পরিচালিত হয়ে থাকে।
আফগানিস্তানের অন্যান্য অঞ্চলের মতই, জেলাটির সঠিক জনসংখ্যার পরিংসংখ্যান সঠিক নয়। আফগানিস্তানের ইউএনএইচসিআর এবং কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস (সিএসও) সহ আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় (এমআরআরডি) কর্তৃক পরিসংখ্যান অনুযায়ী জেলাটির আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় ১৫৪,৬১৮ জন।[১] এআইএমএস এবং ইউএনএইচসিআর এর পরিসংখ্যান অনুসারে, তাজিক সম্প্রদায়ের জনসংখ্যার প্রায় ৫০%, হাজারা এবং পশতুন সম্প্রদায়ের বাকী ৫০% লোকজনের বসবাস।[২]
আফগানিস্তানের গজনি প্রদেশ এর অঞ্চল বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |