![]() ১৯৭৪ সালের আফ্রিকান কাপ অফ নেশনস এ গডফ্রে চিতালু | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | গডফ্রে চিতালু | ||
জন্ম | ২২ অক্টোবর ১৯৪৭ | ||
জন্ম স্থান | লুয়ানশা, Northern Rhodesia | ||
মৃত্যু | ২৭ এপ্রিল ১৯৯৩ | (বয়স ৪৫)||
মৃত্যুর স্থান | আটলান্টিক মহাসাগর, গাবন উপকূল | ||
মাঠে অবস্থান | ফরওয়ার্ড | ||
যুব পর্যায় | |||
১৯৫৭–১৯৫৯ | ফিসান্সা যুব ক্লাব | ||
১৯৫৯–১৯৬২ | কওয়াচা আই কমিউনিটি সেন্টার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৬৪–১৯৭০ | কাবউয়ী ইউনাইটেড | ||
১৯৭১–১৯৮২ | কাবউয়ী ওয়ারিওর্স | ||
জাতীয় দল | |||
১৯৬৮–১৯৮০ | জাম্বিয়া | ১০৩ | (৭৪) |
পরিচালিত দল | |||
১৯৯১–১৯৯৩ | কাবউয়ী ওয়ারিওর্স | ||
১৯৯৩ | জাম্বিয়া | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
গডফ্রে চিতালু জাম্বিয়ান ফুটবলার, জাতীয় দলের সাবেক স্ট্রাইকার, অধিনায়ক ও কোচ।
জাম্বিয়ার ফুটবল কর্মকর্তারা দাবি করেন যে, গডফ্রে চিতালু ১৯৭২ সালের ২৩ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বরের মধ্যে (লীগ ম্যাচে ৪৯ গোল এবং আন্তর্জাতিক ও কাপ ম্যাচে ৫৮ গোল) ১০৭ টি গোল করেছিলেন। জাতীয় আর্কাইভস, দৈনিক টাইমস অব জাম্বিয়া ও দৈনিক দ্য জাম্বিয়া ডেইলি মেইল থেকে এই তথ্য পেয়েছেন তারা।[১][২][৩]
Zambia
কিটউয়ী ইউনাইটেড
কাবউয়ী ওয়ারিওর্স
নোট: আন-অফিসিয়াল ম্যাচের গোল গণ্য করা হয় না।[৪]