গড়শিঙ্গা Dolichandrone spathacea | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Asterids |
বর্গ: | Lamiales |
পরিবার: | Bignoniaceae |
গোত্র: | Tecomeae |
গণ: | Dolichandrone |
প্রজাতি: | D. spathacea |
দ্বিপদী নাম | |
Dolichandrone spathacea (L.f.) Seem. | |
প্রতিশব্দ[১] | |
|
গড়শিঙ্গা (বৈজ্ঞানিক নাম Dolichandrone spathacea) Bignoniaceae পরিবারের Dolichandrone গণের উদ্ভিদ। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রজাতি।[২]
লম্বাটে ১৫-২০মি উঁচু পর্ণমোচী গাছ। ৩০ সেমি লম্বা যৌগপত্র বিজোড়পক্ষ, পত্রিকা ৭-৯টি আয়তাকার, চোখা, ৫-৮ সেমি লম্বা।
বসন্তে পাতা ঝরে আর গ্রীষ্মে ফুল। ফুল বড়, ১২-১৫সেমি লম্বা, ডালের আগায় একটি বা একাধিক। বৃতি চওড়া। দল নলাকার, ভেরীবৎ, সাদা, মুখের লতিগুলো কুঁচকান ও দাঁতাল। ফুল ফোঁটে রাতে ও সকালেই ঝরে যায়।[২]
ফল ৪৫×৩ সেমি আর বীজ ২-৩সেমি লম্বা, পানিতে ভাসে। বীজে চাষ।
এটি দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা থেকে নিউ ক্যালেডোনিয়ায়ে দেখা যায়।