গণশত্রু(Enemy of the People), | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | এনএফডিসি |
রচয়িতা | হেনরিক ইবসেন (play) সত্যজিৎ রায় |
শ্রেষ্ঠাংশে | সৌমিত্র চট্টোপাধ্যায় রুমা গুহঠাকুরতা মমতাশঙ্কর ধৃতিমান চট্টোপাধ্যায় দীপঙ্কর দে শুভেন্দু চট্টোপাধ্যায় মনোজ মিত্র |
চিত্রগ্রাহক | বরুন রাহা |
সম্পাদক | দুলাল দত্ত |
মুক্তি | ১৯ জানুয়ারী, ১৯৯০ |
স্থিতিকাল | ১০০ মিনিট |
ভাষা | বাংলা |
গণশত্রু প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ১৯৮৯ সালে ছবিটি মুক্তি পায়।
সমাজের সুবিধাভোগী শ্রেণী নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের ধর্মবোধকে কীভাবে ব্যবহার করে, তা ছবিটিতে উঠে এসেছে। ছবিটি হেনরিক ইবসেনের An Enemy of the People অবলম্বনে তৈরি করা।
এ চলচ্চিত্রে প্রগতিশীল ডাক্তারের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, তার স্ত্রী মায়ার চরিত্রে রুমা গুহঠাকুরতা, কন্যা ইন্দ্রানী চরিত্রে মমতা শঙ্কর, ভাই এবং প্রশাসনের উচ্চ পদে আসীন নিশীথ চরিত্রে ধৃতিমান চট্টোপাধ্যায়, পত্রিকা সম্পাদক হরিদাস বাগচী চরিত্রে দীপঙ্কর দে, সাহসী সাংবাদিক বীরেশ চরিত্রে শুভেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ অভিনয় করেন। এই চলচ্চিত্রটি ১৯৮৯ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল।[১]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |