গবেষণা প্রতিষ্ঠান (ইংরেজি: Research institute) বা গবেষণা কেন্দ্র বা গবেষণা সংস্থা হলো গবেষণা করার জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। গবেষণা প্রতিষ্ঠান মৌলিক গবেষণার ওপর বিশেষজ্ঞ হতে পারে, অথবা এটি ফলিত গবেষণা নিয়ে কাজ করতে পারে। যদিও শব্দটি দ্বারা প্রায়শই প্রাকৃতিক বিজ্ঞান গবেষণাকে বোঝায়, কিন্তু সামাজিক বিজ্ঞান সম্পর্কিত অনেক গবেষণার জন্যও অনক প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে সমাজতাত্ত্বিক এবং ঐতিহাসিক গবেষণার উদ্দেশ্যে।
মধ্যযুগের শুরুতে ইসলামীবিশ্বে বেশকিছু জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র নির্মিত হয়েছিল। এর মধ্যে প্রথমটি ছিল নবম শতাব্দীরতে আব্বাসীয় খলিফা আল-মামুনের সময়ে নির্মিত বাগদাদ মানমন্দির, যদিও সবচেয়ে বিখ্যাত ছিল ১৩দশ শতাব্দীর মারাগেহ মানমন্দির এবং ১৫দশ শতকের উলুগ বেগ মানমন্দির।[১]
"দ্য উইজার্ড অফ মেনলো পার্ক" নামে পরিচিত টমাস এডিসন[২] ছিলেন ১৮০০-এর দশকের শেষের দিকে উদ্ভাবন প্রক্রিয়ায় গণ-উৎপাদন এবং বৃহৎ পরিসরে দলীয়কাজের নীতিগুলি প্রয়োগকারী প্রথম উদ্ভাবকদের একজন, ফলে তাকে প্রায়শই প্রথম শিল্প গবেষণার গবেষণাগার তৈরির কৃতিত্ব দেওয়া হয়।[৩]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |