গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় এমন এক ধরনের বিশ্ববিদ্যালয় যার মূল ব্রত হল গবেষণাকর্মে নিবেদিত থাকা।[১][২][৩][৪] এগুলি সরকারি বা বেসরকারি হতে পারে। প্রায়শই এগুলির সুপরিচিত মার্কা-নাম থাকে।[৫] বহুসংখ্যক গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের পাঠক্রমগুলি (কোর্স) উচ্চশিক্ষায়তনিক প্রকৃতির হয়ে থাকে, পেশাভিত্তিক বা কারিগরি নয়। এগুলিতে শিক্ষার্থীদেরকে কোনও বিশেষ পেশায় কর্মজীবন অতিবাহিত করার জন্য প্রস্তুত করা হয় না। তা সত্ত্বেও বহু কর্মে নিয়োগদানকারী প্রতিষ্ঠান গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় থেকে উপাধিপ্রাপ্ত শিক্ষার্থীদের মূল্য দান করে, কেননা তাদেরকে মৌলিক জীবনযাপন দক্ষতা যেমন সবিচার চিন্তন-ক্ষমতা শিক্ষা দেওয়া হয়।[৬] বিশ্ব পর্যায়ে গবেষণা বিশ্ববিদ্যালয়গুলির সিংহভাগই সরকারী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের বিশ্ববিদ্যালয়গুলি এর ব্যতিক্রম।[১]