গরম মশলা | |
---|---|
পরিচালক | প্রিয়দর্শন |
প্রযোজক | গণেশ জৈন অশোক কোটোয়ানি |
রচয়িতা | প্রিয়দর্শন নীরাজ ভোরা |
শ্রেষ্ঠাংশে | অক্ষয় কুমার জন আব্রাহাম পরেশ রাওয়াল রিমি সেন নেহা ধুপিয়া রাজপাল যাদব নীতু চন্দ্র ডেইজি বোপান্না নার্গিস বাঘেরি |
সুরকার | প্রীতম |
চিত্রগ্রাহক | তিররু |
সম্পাদক | এন গোপালকৃষ্ণ অরুন কুমার |
পরিবেশক | ভেনাস রেকর্ডস এন্ড টেপস এ্যাঙ্ক মিডিয়া আর্টস প্রাইভেট লিমিটেড |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | প্রা.₹১৭০ মিলিয়ন (ইউএস$ ২.০৮ মিলিয়ন)[১] |
আয় | প্রা.₹৫৪৬.৫ মিলিয়ন (ইউএস$ ৬.৬৮ মিলিয়ন)[১] |
গরম মশলা (হিন্দি: गरम मसाला) হচ্ছে ২০০৫ এ মুক্তি পাওয়া একটি হিন্দি চলচ্চিত্র যেটি প্রিয়দর্শন পরিচালনা করেন।[২]
মাকরান্দ ওরফে ম্যাক এবং স্যাম 'গরম মশলা' নামের একটি কম্পানিতে আলোকচিত্রগ্রাহক হিসেবে কাজ করে। ম্যাকের আগেই একটা প্রেমিকা আছে যার নাম অঞ্জলি। কিন্তু তারপরেও ম্যাক বিভিন্ন মেয়েদের পিছনে ঘুরে, তাদেরকে ডেটিং এ নিয়ে যায়। ম্যাক একদা আলাদা একটা বাসা ভাড়া নিয়ে তিনজন এয়ার হোস্টেসের সাথে বন্ধুত্ব করে আলাদা আলাদাভাবে তাদের একে অপরকে না জানিয়ে। ম্যাক অনেক ঝামেলায় পড়ে, স্যাম তাকে সাহায্য করে। অঞ্জলি শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাককে ভালোবাসতে থাকে এবং তাকে বিয়ে করতে রাজি হয়।