গর্ডন মুর | |
---|---|
জন্ম | ৩ জানুয়ারি ১৯২৯ সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৪ মার্চ ২০২৩ (৯৪ বছর) |
মাতৃশিক্ষায়তন | ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়; ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি |
পেশা | অবসরপ্রাপ্ত / চেয়ারম্যান ইমেরিটাস, ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা |
গর্ডন মুর (৩ জানুয়ারি ১৯২৯ - ২৪ মার্চ ২০২৩) ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইমেরিটাস।
মুর ১৯৫০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে পড়ার আগে তিনি সান জোসে স্টেট ইউনিভার্সিটিতে দুই বছর পড়ালেখা করেন। ১৯৫৪ সালে তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৬ সাল পর্যন্ত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরীতে ডক্টরেট-উত্তর গবেষণা করেন।
সান জোসে স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মুরের সঙ্গে বেটি আইরিন হুইটেকারের পরিচয় হয়। [২] ১৯৫০ সালের ৯ সেপ্টেম্বর তারা বিয়ে করে [৩] পরের দিনই ক্যালটেকে চলে যান। এই দপ্তির কেনেথ ও স্টিভেন নামে দুই পুত্রন্তান আছে। [৪]
ডক্টরেট-উত্তর গবেষণা সম্পন্ন করার পর মুর শকলি সেমিকন্ডাক্টর ল্যাবরেটরীতে যোগদান করেন। ১৯৬৮ সালের জুলাই মাসে তিনি রবার্ট নয়েসের সাথে ইন্টেল কর্পোরেশন প্রতিশঠা করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ইন্টেল কর্পোরেশন এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি ইন্টেলের প্রেসিডেন্টের দায়িত্ব পান। ১৯৭৯ সালের এপ্রিলে তিনি বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পান। ১৯৮৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তাকে ইন্টেলের চেয়ারম্যান ইমেরিটাস ঘোষণা করা হয়। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এর সাবেক চেয়ারম্যান এবং আজীবন ট্রাস্টি।