গাগুইক ওগানেসিয়ান

গাগুইক ওগানেসিয়ান (আর্মেনীয়: Գագիկ Հովհաննիսյան ; ২১ এপ্রিল ১৯৪৭ - ২৭ জুন ২০১৫) একজন আর্মেনীয় দাবাড়ু, দাবা কর্মকর্তা, সাংবাদিক এবং লেখক ছিলেন। ইয়েরেভানে জন্মগ্রহণ করেন,[] তিনি ১৯৯৬ সালে ফিদে আন্তর্জাতিক সংগঠক উপাধিতে ভূষিত হন[] এবং ফিদে জোন ১.৫ এর সভাপতি, ফিদে দাবা তথ্য, প্রকাশনা ও পরিসংখ্যান কমিটির চেয়ারম্যান, ফিদে নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আর্মেনিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক।[] ওগানেসিয়ান ১৯৯৮/৯৯ হেস্টিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসে অনুষ্ঠিত ৪র্থ বিশ্ব অপেশাদার দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং ফলস্বরূপ তিনি ফিদে মাস্টার উপাধিতে ভূষিত হন।[]

ওগানেসিয়ান ১৯৬৮ সালে ইয়েরেভান স্টেট ইউনিভার্সিটির ফিলোলজিক্যাল ফ্যাকাল্টির সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক হন। তিন বছর পর একই বিভাগের সহযোগী অধ্যাপক হন। ১৯৭২ সালে, ওগানেসিয়ান আর্মেনিয়ায় দাবা ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন, যার তিনি প্রধান সম্পাদকও ছিলেন। তিনি ৫১টি দাবা বইয়ের লেখক ছিলেন।[]

২০০৭ সালে আর্মেনিয়ার তৎকালীন রাষ্ট্রপতি রবার্ট কোচারিয়ান তাকে একটি সরকারী পুরস্কার প্রদান করেন। একই বছরে কিরসান ইলিউমজিনভ তাকে "দাবা মাঠে তার কার্যকলাপের" জন্য ফিদে গোল্ডেন সাইন দিয়ে পুরস্কৃত করেন।[]

ওগানেসিয়ান ২৭ জুন ২০১৫ সালে মারা যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "In Memoriam – Gaguik Oganessian"। Chessdom। ২০১৫-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০১ 
  2. "Gaguik Oganessian is awarded by two Presidents"। FIDE। সংগ্রহের তারিখ ৩ মে ২০১০ 
  3. Crowther, Mark (১৯৯৯-০১-১১)। "TWIC 218: Hastings 1998-9"The Week in Chess। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]