গাঙ্গেয় একঠোঁটা Dermogenys brachynotopterus | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
উপপর্ব: | Vertebrata |
মহাশ্রেণী: | Osteichthyes |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Beloniformes |
পরিবার: | Hemiramphidae |
গণ: | Dermogenys |
প্রজাতি: | Dermogenys brachynotopterus |
দ্বিপদী নাম | |
Dermogenys brachynotopterus (Bleeker, 1854) | |
প্রতিশব্দ | |
Hemirhamphus brachynotopterus Bleeker, 1854[২] |
গাঙ্গেয় একঠোঁটা (বৈজ্ঞানিক নাম: Dermogenys brachynotopterus)[৩] (ইংরেজি: Gangetic halfbeak) হচ্ছে Hemiramphidae পরিবারের Dermogenys গণের একটি স্বাদুপানির মাছ।[৪]
গাঙ্গেয় একঠোঁটা মাছের দেহের উপরের অংশ বাদামী বা সবুজ বর্ণের হয়। পেট ফ্যাকাসে-হলুদ বা রুপালি-সাদা বর্ণের।[৫]
গাঙ্গেয় একঠোঁটা মাছ জলাশয়ের উপরিভাগে থাকে এবং মােহনায় বাস করে। এরা সরাসরি বাচ্চা প্রসব করে। খাবার হিসাবে পােকামাকড়ের লার্ভা খেয়ে জীবন ধারণ করে।[৫]
ভারত মহাসাগরে এ মাছ পাওয়া যায়।[৫] পূর্ব ভারত মহাসাগর, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি মোহনা দেখা যায়।
ব্যবসায়িক দিক থেকে এই প্রজাতির মাছ কম গুরুত্বপূর্ণ। এটিকে অ্যাকুরিয়ামে পালা যায়।[৫]
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটির সম্পর্কে বাংলাদেশে তথ্যের অভাবের কথা উল্লেখ আছে। বাংলাদেশে এ মাছের উপর গবেষণা হয়নি।[৫]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।