গাঙ্গেয় ডারকিনা Rasbora rasbora | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
উপপর্ব: | Vertebrata |
মহাশ্রেণী: | Osteichthyes |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Cypriniformes |
পরিবার: | Cyprinidae |
গণ: | Rasbora |
প্রজাতি: | Rasbora kobonensis |
দ্বিপদী নাম | |
Rasbora kobonensis Chaudhuri, 1913 | |
প্রতিশব্দ | |
Rasbora rasbora Chaudhuri, 1913[১] |
গাঙ্গেয় ডারকিনা (বৈজ্ঞানিক নাম: Rasbora rasbora) (ইংরেজি: Gangetic scissortail rasbora) হচ্ছে Cyprinidae পরিবারের Rasbora গণের একটি স্বাদুপানির মাছ।
লম্বা দেহ পার্শ্বীয়ভাবে চাপা। এদের উদর তথা অঙ্কীয় প্রান্ত পৃষ্ঠ প্রান্তের চেয়ে অধিক উত্তল । মুখের হা ঊর্ধ্বমুখী এবং তির্যকভাবে অবস্থিত। উপরের চোয়াল চোখের সম্মুখ কিনারার নিচ পর্যন্ত বিস্তৃত। শ্রোণীপাখনা পুচ্ছপাখনার গোড়া ও তুণ্ডের মধ্যবর্তী স্থানে উৎপত্তিলাভ করেছে। শ্রোণী পাখনা যেখানে উৎপত্তিলাভ করে তার পেছনেই পৃষ্ঠদেশ বরাবর পৃষ্ঠপাখনা অবস্থান করে। পুচ্ছপাখনা দ্বিখণ্ডিত। নীল-কালো বর্ণের সরু ধনুকের মতো একটি রেখা মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত।
এই প্রজাতির মাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডে পাওয়া যায়।[২]
স্বাদু পানিতে বসবাসকারী এই মাছ জলাশয়ের তলদেশের নিকটবর্তী স্থানে যেমন থাকতে পছন্দ করে তেমনই পানির উপরিস্তরেও থাকতে পছন্দ করে। বাংলাদেশের খাল, বিল, পুকুর, স্রোতযুক্ত জলাধার ও প্লাবনভূমিতে পাওয়া যায়। স্বাদুপানির অভ্যন্তরেই এদের অভিপ্রয়াণ ঘটে। মাঝে মাঝে ঝাঁক বেধে চলে
এরা পানির উপরের স্তরের খাবার খায়। বিশেষত প্রকৃতিতে এরা জলজ ও স্থলজ অমেরুদণ্ডী প্রাণী প্রধানত পতঙ্গ শিকার করে খেয়ে থাকে।
এক প্রজাতি হিসেবে এদের উৎপাদন তথ্য পাওয়া যায় না। তবে অন্যান্য মাছের সাথে ধরা পড়ে। বাংলাদেশে খাবারের মাছ হিসেবে তালিকাতে রাখা হয়।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে বিপন্ন হিসেবে বিবেচিত।[২]
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।