গাজাবা রেজিমেন্ট | |
---|---|
সক্রিয় | ১৪ অক্টোবর ১৯৮৩ - বর্তমান |
দেশ | শ্রীলঙ্কা |
শাখা | শ্রীলঙ্কা সেনাবাহিনী |
ধরন | পদাতিক সৈন্যবাহিনী |
ভূমিকা | পদাতিক যুদ্ধ |
আকার | ২২টি ব্যাটেলিয়ন |
রেজিমেন্ট কেন্দ্র | সালিয়াপুরা, অনুরাধাপুরা |
ডাকনাম | যুদ্ধের কুড়াল |
নীতিবাক্য | একতাবদ্ধ শক্তি |
রং | হাল্কা সবুজ |
বার্ষিকী | ১৪ অক্টোবর (রেজিমেন্ট দিবস) |
যুদ্ধসমূহ | শ্রীলঙ্কার গৃহযুদ্ধ |
কমান্ডার | |
কেন্দ্র অধিনায়ক | ব্রিগেডিয়ার |
রেজিমেন্টের কর্নেল | মেজর জেনারেল বা লেঃ জেনারেল |
প্রতীকসমূহ | |
পরিচিতিসূচক প্রতীক | গাজাবা কাঁধ চিহ্ন |
গাজাবা রেজিমেন্ট হচ্ছে শ্রীলঙ্কা সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট। ১৯৮৩ সালের ১৪ অক্টোবর রজরত রাইফেলস এবং বিজয়বাহু পদাতিক রেজিমেন্টের একত্র ফসল হিসেবে এই গাজাবা রেজিমেন্ট গড়ে ওঠে। লে. কর্নেল বিজয় বিমলরত্ন এই রেজিমেন্টের প্রথম ব্যাটেলিয়নের প্রথম অধিনায়ক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, কর্নেল বিজয় পরবর্তীতে মেজর জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছিলেন, সেনা সদরে সামরিক সচিবের দায়িত্ব ছিলো তার সর্বশেষ দায়িত্ব।