গান্ধী | |
---|---|
মূল শিরোনাম | Gandhi |
পরিচালক | রিচার্ড অ্যাটনবারা |
প্রযোজক | রিচার্ড অ্যাটনবারা |
রচয়িতা | জন ব্রেইলি |
চিত্রনাট্যকার |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | |
সম্পাদক | জন ব্লুম |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | কলাম্বিয়া পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৮৩ মিনিট[১] |
দেশ |
|
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | মার্কিন$২২ মিলিয়ন[২] |
আয় | মার্কিন$১২৭.৮ মিলিয়ন[২] |
গান্ধী (ইংরেজি: Gandhi) ১৯৮২ সালের মহাকাব্যিক জীবনীসংক্রান্ত চলচ্চিত্র যেখানে ভারতের অহিংসবাদী নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবনী নাট্যরূপে প্রদর্শন করেছে। যিনি ২০ শতকে স্বাধীনতা আন্দোলনের সময় যুক্তরাজ্যের দেশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন গড়ে তোলেন। জন ব্রেইলির চিত্রনাট্য অনুসারে চলচ্চিত্রটি প্রযোজনা এবং পরিচালনা করেছেন ইংরেজ নির্মাতা রিচার্ড অ্যাটেনব্রো। গান্ধী চরিত্র ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা বেন কিংসলি।
গান্ধীর চিত্রনাট্য প্রকাশিত বই আকারে পাওয়া যায়।[৩][৪] জানুয়ারি ৩০, ১৯৪৮ সালে গুপ্তহত্যায়[৪]:১৮–২১ গান্ধীর নিহত হওয়া এবং তার শেষকৃত্য অনুষ্ঠান দিয়ে চলচ্চিত্রের শুরু হয়।